Dharmendra Pradhan on Chandrayaan-3: ‘চাঁদ মামা এখন আমাদের’, চন্দ্রাভিযানকে অমৃতকালের সবথেকে বড় সাফল্য বললেন ধর্মেন্দ্র প্রধান
Chandrayaan-3: বুধবার চন্দ্রযান-৩ চাঁদের কুমেরুতে অবতরণের পরই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "সমস্ত বৈজ্ঞানিকদের এই সাফল্যের জন্য় অভিনন্দন জানাতে চাই। চাঁদ মামা আমাদের হয়ে গেল।"
নয়া দিল্লি: ইতিহাস গড়েছে ইসরো। শ্রীহরিকোটা থেকে চাঁদে পৌঁছেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ হিসাবে চাঁদে পৌঁছল। দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করল ভারতই। ইসরোর এই সাফল্যে অভিবাদনের বন্যা বয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নাসাও চন্দ্রযানের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান(Dharmendra Pradhan)-ও ইসরোকে অভিনন্দন জানান। তিনি বলেন, “চন্দ্রযান-৩ অমৃতকালের সবথেকে বড় সাফল্য। চান্দা মামা এখন আমাদের।”
বুধবার চন্দ্রযান-৩ চাঁদের কুমেরুতে অবতরণের পরই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “সমস্ত বৈজ্ঞানিকদের এই সাফল্যের জন্য় অভিনন্দন জানাতে চাই। চাঁদ মামা আমাদের হয়ে গেল। অমৃতকালের প্রভাতকালে এটা সবথেকে বড় সাফল্য। অনেক বড় একটা স্বপ্ন সত্য়ি হল আজ।”
अमृतकाल के प्रभातकाल में इस अविस्मरणीय उपलब्धि के लिए @isro के वैज्ञानिकों को पूरे देश की ओर से बधाई देता हूँ। #IndiaOnTheMoon #Chandrayaan3 pic.twitter.com/4giwuAC4nk
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 23, 2023
দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি ইসরোর গবেষক-বিজ্ঞানীদের চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য় অভিনন্দন জানান। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীও তো দেশের নাগরিক। দেশের মাটিতে উপস্থিত থাকতে না পারলেও, দুনিয়ার অন্য় প্রান্ত থেকেই চন্দ্রযান মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। আমিও চন্দ্রাভিযানের সঙ্গে জড়িয়ে ছিলাম।”
#WATCH केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान ने इसरो के तीसरे चंद्र मिशन चंद्रयान-3 की सफल लैंडिंग पर बधाई दी।
उन्होंने कहा, “चंद्रयान-3 अमृत काल की सबसे बड़ी उपलब्धि है। चंदा मामा अब हमारे हो गए हैं।” pic.twitter.com/MBGxPBpzIk
— ANI_HindiNews (@AHindinews) August 23, 2023