‘বিজ্ঞানীরা চাঁদ থেকে ফিরলে অভ্যর্থনা জানাব: উত্তর প্রদেশের বিধায়ক
চন্দ্রায়ন ৩ ছিল মানববিহীন অভিযান। কোনও মানুষ বা প্রাণী ওই মহাকাশযানে ছিল না। রকেটের মাধ্যমে সেই যান পাঠানো হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে।
লখনউ: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রায়ন ৩ মিশনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত দেশবাসী। ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। এর মধ্যেই বেশ কিছু রাজনৈতিক নেতার মন্তব্য শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। কারণ তাঁরা যে কথা বলেছেন, তা প্রমাণ করে দেশের সফল চন্দ্রাভিযানের বিষয়ে ন্যূনতম ধারণা নেই তাঁদের।
রাজস্থানের ক্রীড়ামন্ত্রীর পর এ বার হাস্যকর মন্তব্য করলেন উত্তর প্রদেশের এক বিধায়ক। সুলহদেব ভারতীয় সমাজবাদী পার্টি (এসবিএসপি)-র প্রধান এবং বিধায়ক ওপি রাজভর চন্দ্রায়ন ৩ নিয়ে যা বলেছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই নেতা বলেছেন, “গবেষণা এবং কঠোর পরিশ্রমের জন্য আমি ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। চন্দ্রায়ত ৩-এর এই সাফল্যের জন্য তাঁদের অসংখ্য শুভেচ্ছা। যখন তাঁরা পৃথিবীতে ফিরে আসবে তখন গোটা দেশবাসীর উচিত তাঁদের অভ্যর্থনা জানানো।”
চন্দ্রায়ন ৩ ছিল মানববিহীন অভিযান। কোনও মানুষ বা প্রাণী ওই মহাকাশযানে ছিল না। রকেটের মাধ্যমে সেই যান পাঠানো হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। সেই মতো তা ২৩ অগস্ট চাঁদের মাটিতে পৌঁছয়। উত্তর প্রদেশে ওই নেতা আশায় রয়েছেন চাঁদ থেকে অভিযাত্রী ফেরার। রাজস্থান সরকারের এক মন্ত্রীও এ ধরনের হাস্যকর মন্তব্য করেছেন। তিনি আবার চন্দ্রায়নের যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছিলেন।