সিমকার্ড থেকে নিষ্কাষিত হচ্ছে সোনা! দেখুন ভিডিয়ো

ফোনের সিমকার্ড থেকে সোনা নিষ্কাষণের যে সব ভিডিয়ো ফেসবুকে দেখা যাচ্ছে, সেখানে জানানো হয়েছে ২০০০ সিম নিষ্কাষণ করে ১ গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া যায়।

সিমকার্ড থেকে নিষ্কাষিত হচ্ছে সোনা! দেখুন ভিডিয়ো
সিম কার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 6:35 AM

কলকাতা: ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই। কিন্তু এ রকম অনেক ইলেক্ট্রনিক্স দ্রব্যের মধ্যে থাকতে পারে গুরুত্বপূর্ণ ধাতু। এমনকি ইলেক্ট্রনিক্স দ্রব্য বানাতে অনেক ক্ষেত্রে সোনাও ব্যবহৃত হয়। যেমন সিমকার্ড। সিম কার্ড তৈরিতে সোনাও ব্যবহার করা হয়। এই সিমকার্ড থেকে সোনা নিষ্কাষণের বেশ কয়েকটি ভিডিয়ো গত কয়েক বছরে ভাইরাল হয়েছে। সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ওই সব ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখানো হয়েছে কী ভাবে সিম কার্ড থেকে সোনা নিষ্কাষণ করা হচ্ছে।

ফোনের সিমকার্ড থেকে সোনা নিষ্কাষণের যে সব ভিডিয়ো ফেসবুকে দেখা যাচ্ছে, সেখানে জানানো হয়েছে ২০০০ সিম নিষ্কাষণ করে ১ গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া যায়। ওই ভিডিয়োয় ১০০টি সিমকার্ড থেকে সোনা নিষ্কাষণ করা হয়েছে। যা থেকে ০.০৪৭ গ্রাম সোনা নিষ্কাষিত হয়েছে।

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পাত্রে নাইট্রিক অ্যাসিডের দ্রবণ বানানো হল। তার মধ্যে ফেলে দেওয়া হল সিমকার্ডগুলি। তা করতেই সিমকার্ডের মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে দ্রবণটি ঘোলা হয়ে গেল। কিছুক্ষণ পর সেই দ্রবণটি ছেঁকে নেওয়া হল। তখন সিমকার্ডগুলি আলাদা হয়ে গেল। এ ভাবে বেশ কয়েকটি রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাওয়া গেল বিশুদ্ধ সোনা।