Weather Forecast: উত্তরে কালো মেঘের চোখরাঙানি, জারি কমলা সতর্কতা, আগামী ৩ দিন ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
Heavy Rain Alert: মৌসম ভবনের তরফে আগামী দুইদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে শুক্রবারই ধস নামে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। ফলে ওই জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্নর জেলাতেও ধস নামায় ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। হড়পা বান নেমেছে লেহতে।
সিমলা: ফের ভারী বৃষ্টির ফাঁড়া উত্তর ভারতে (North India)। একটানা বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড (Uttarkhand), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharashtra), ওড়িশা (Odisha), গুজরাট (Gujarat)। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। অন্য়দিকে বৃষ্টির জেরে ফের একবার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। দিল্লি সহ সংলগ্ন অঞ্চলে যমুনা নদীর জলস্তর ফের বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
মৌসম ভবনের তরফে আগামী দুইদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে শুক্রবারই ধস নামে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। ফলে ওই জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্নর জেলাতেও ধস নামায় ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। হড়পা বান নেমেছে লেহতে। মেঘ ভাঙা বৃষ্টির কারণেই হড়পা বান নেমেছে বলে জানা গিয়েছে। জমা জল ও ধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে লাদাখেও।
Jammu-Srinagar National Highway closed due to heavy rainfall and landslides at various places in Ramban, clearance work underway
(Video source – J&K Traffic Police) pic.twitter.com/yo0ZXUGtlZ
— ANI (@ANI) July 22, 2023
VIDEO | Cloudburst in Kargil, Ladakh causes flood-like situation in several parts of the city. pic.twitter.com/TXUcdkOPVj
— Press Trust of India (@PTI_News) July 22, 2023
Visuals of a motorcycle being washed away in rain-triggered flood in Rajasthan’s Phulera. The riders managed a narrow escape in the incident. pic.twitter.com/NmIE0RA3i7
— Press Trust of India (@PTI_News) July 22, 2023