WFI: বিশ্ব কুস্তি ফেডারেশনে নির্বাসিত ভারত, তোপ দাগলেন মমতা থেকে ডেরেক
WFI: সেপ্টেম্বরের মাঝামাঝি আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত অংশগ্রহণ করতে পারবে না। কবে ভারতীয় কুস্তিগীররা নিরপেক্ষ হিসাবে ব্যক্তিগত উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন।
নয়া দিল্লি: বিশ্ব কুস্তি মঞ্চে (UWW) ভারতের সদস্যপদ বাতিল হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গভর্নিং বডি নির্বাচন না করার জন্যই ভারতের সদস্যপদ বাতিল হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে আয়োজিক বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে না ভারত। এই ঘটনায় বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার ও WFI-এর প্রাক্তন চেয়ারম্যান ব্রিজভূষণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ তৃণমূল সাংসদরা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতের কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছে শুনে আমি হতবাক। সমগ্র দেশবাসীর কাছে এটা চরম অস্বস্তিদায়ক। কেন্দ্রীয় সরকার লজ্জাজনকভাবে তার ঔদ্ধত্য প্রকাশ করেছে এবং আমাদের কুস্তিগীর বোনদের দুর্দশা দমন করতে চেয়েছে। তার ফলেই আমাদের বরখাস্ত হতে হল এবং এর বিরুদ্ধে গোটা দেশের রুখে দাঁড়ানো উচিত বলেও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিসাব-নিকেশের দিন আর খুব বেশি দূরে নেই বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I am shocked to learn that The United World Wrestling (UWW) has suspended the Wrestling Federation of India. It is a matter of grave embarrassment for the whole nation. Central government has let down our wrestlers by being shamefully arrogant and by being cavalier & dismissive…
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2023
আবার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) তরফে WFI-এর নির্বাচন না হওয়ার জন্য সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। টুইটারে উল্লেখ করা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির বিতর্কের জন্যই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছিল। UWW-এ ভারতের সদস্যপদ বাতিল হওয়ার পরিণাম তুলে ধরে AITC টুইটারে লিখেছে, আমাদের কুস্তিগীররা ভারতীয় পতাকার নীচে প্রতিদ্বন্দ্বিতা করার সম্মান পাবে না, অলিম্পিকে জাতীয় সঙ্গীত বাজানো হবে না। বিজেপি সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করলে এই দিন দেখতে হত না বলেও উল্লেখ করেছেন প্রাক্তন সাংসদ তথা AITC নেতা বিবেক গুপ্তা।
WFI-এর প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর UWW-তে ভারতের সদস্যপদ বাতিল হওয়ার ঘটনা মর্মান্তিক এবং অসম্মানজনক মোড় বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি আরও বলেন, এই ঘটনা WFI-এর উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে, এটা যে ক্রীড়াবিদরা দেশকে গৌরবান্বিত করেছেন, তাঁদের কর্তব্য, সততা এবং সম্মানের প্রতি বিজেপির অবজ্ঞার প্রত্যক্ষ ফল।
In a shocking and disgraceful turn of events, United World Wrestling has suspended India for WFI’s prolonged delay in conducting elections, following the tainted tenure of the former president and @BJP4India MP @b_bhushansharan. Our wrestlers will now be forced to participate as… pic.twitter.com/mX5YCQ4VOw
— All India Trinamool Congress (@AITCofficial) August 24, 2023
প্রসঙ্গত, গত জুন মাসে WFI-এর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, সেই সময় সংস্থা প্রাক্তন চেয়ারম্যান তথা সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হন দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীররা। ক্রমে সেই আন্দোলন বিস্তার লাভ করে। যার ফলে নির্বাচন করা সম্ভব হয়নি। এবার ভারতকে তারই খেসারত দিতে হল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে। সেপ্টেম্বরের মাঝামাঝি আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত অংশগ্রহণ করতে পারবে না। কবে ভারতীয় কুস্তিগীররা নিরপেক্ষ হিসাবে ব্যক্তিগত উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন।