CCTV in Jadavpur University: যাদবপুরে সিসিটিভির জন্য ৩৭ লক্ষের প্রস্তাব, নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁটের জন্য ১ কোটি
CCTV in Jadavpur University: আপাতত গেট ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এই সিসিটিভি বসছে। বাকি জায়গায় সিসিটিভি বসানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কর্মসমিতির বৈঠক বা এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে।
কলকাতা: সিসিটিভি (CCTV) বসানো নিয়ে চাপানউতর চলছেই। পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মতামত। তবে বিতর্কের মধ্যে সিসিটিভি যে বসছে সে কথা আগিয়ে জানিয়েছিল যাদবপুর (Jadavpur University) কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জানিয়েছিলেন, সিসিটিভি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু, আপাতত হস্টেলের গেটে ও ক্যাম্পাসের গেটগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সিসিটিভি-র সংস্থার সঙ্গে কথাবার্তাও চলছে বলে খবর। জানতে চাওয়া হয় খরচের পরিমাণ। সূত্রের খবর, সিসিটিভি বসানোর জন্য ৩৭ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছে ওয়েবেল। শুক্রবার থেকেই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে খবর। জরুরি ভিত্তিতে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত।
আপাতত গেট ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এই সিসিটিভি বসছে। বাকি জায়গায় সিসিটিভি বসানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কর্মসমিতির বৈঠক বা এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আই-কার্ড দেখার সিদ্ধান্তও হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাস চত্বরে নিষিদ্ধ হয়েছে মাদক। সূত্রের খবর, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য একটি সংস্থার সঙ্গে কথা বলছে যাদবপুর কর্তৃপক্ষ। প্রস্তাব এসেছে ১ কোটি টাকার।
প্রসঙ্গত, প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর পর থেকেই বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। প্রশ্নের মুখে যাদবপুরের সংস্কৃতি। এখনও পর্যন্ত এ ঘটনায়। গ্রেফতার করা হয়েছে ১৩ জন পড়ুয়াকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেইন হস্টেলের আরও অনেক আবাসিককেই।