Indian Railway: আসানসোল একাই পাচ্ছে ৪৩২ কোটি, তারকেশ্বর ২৪! ভোল বদলাতে বাংলার কোন স্টেশনকে কত দিচ্ছেন প্রধানমন্ত্রী?

Indian Railway: অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনগুলি দেখতে হবে বিমানবন্দরের মতো। স্টেশনে থাকবে ওয়াই-ফাই। থাকবে একাধিক ব্র্যান্ডেড শপ। থাকবে পার্কিংয়ের সুবিধাও।

Indian Railway: আসানসোল একাই পাচ্ছে ৪৩২ কোটি, তারকেশ্বর ২৪! ভোল বদলাতে বাংলার কোন স্টেশনকে কত দিচ্ছেন প্রধানমন্ত্রী?
কত বরাদ্দ কোন স্টেশনে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Aug 06, 2023 | 4:11 PM

কলকাতা: নতুন করে সেজে উঠতে চলছে পূর্ব রেলের ২৮ টি ও দক্ষিণ পূর্ব রেলের ১০ টি স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্পের’ অধীনে এল এই স্টেশনগুলি। রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের রেল স্টেশনগুলির মান উন্নয়ন এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মোট ৩৭টি স্টেশনকে নতুনভাবে সাজানো হবে। তার মধ্যে রয়েছে তারকেশ্বর, ইসলামপুর, আলিপুরদুয়ারের মোট ১৫টি স্টেশন, ধূপগুড়ি, আসানসোল, মালদহ সহ একাধিক।

নতুন রূপে সেজে উঠবে স্টেশন

অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনগুলি দেখতে হবে বিমানবন্দরের মতো। স্টেশনে থাকবে ওয়াই-ফাই। থাকবে একাধিক ব্র্যান্ডেড শপ। থাকবে পার্কিংয়ের সুবিধাও। পূর্ব রেলের ২৮ টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ১ হাজার ১৮৭ কোটি টাকা। দক্ষিণ-পূর্ব রেলের ১০টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ৫৮৯ কোটি ৫০ লক্ষ টাকা।

এই ডিভিশনের অধীনে সব থেকে বেশি খরচ করা হবে হাতিয়া স্টেশনের জন্য। বরাদ্দ হয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। পূর্ব রেলের অধীনে সব থেকে বেশি ব্যয় করা হচ্ছে আসানসোল স্টেশনের জন্য। পরিমাণ প্রায় ৪৩১ কোটি টাকা। অন্যদিকে বর্ধমানের জন্য ব্যয় হচ্ছে ৬৪.২ কোটি টাকা, মালদহ টাউন স্টেশনের জন্য ব্যয় করা হবে ৪৩ কোটি টাকা, রামপুরহাট জংশন স্টেশনের জন্য ব্যয় করা হবে ৩৮.৬ কোটি টাকা, কাটোয়া জংশনের জন্য ব্যয় করা হবে ৩৩.৬ কোটি টাকা। এছাড়া বাকি স্টেশন গুলি পিছু ২০ কোটি টাকার কাছাকাছি ব্যয় করা হবে বলে জানা যাচ্ছে।

কোন স্টেশনের জন্য কত ব্যয় একনজরে

কত বরাদ্দ কোন স্টেশনে?

আলিপুরদুয়ারের ১৫টি স্টেশন (নিউ আলিপুরদুয়ার, ধুবরি, ফকিরাগ্রাম জং, দলগাঁও, ধুপগুড়ি, কোকরাঝাড়, জলপাইগুড়ি রোড, গোসাইগাঁও হাট, ফালাকাটা, বিন্নাগুড়ি, দিনহাটা, নিউ মাল জং, হাসিমারা, কামাখ্যাগুড়ি এবং গৌরীপুর) বরাদ্দ ৪৫৫ কোটি,

ধূপগুড়ি ও বিন্নাগুড়ি স্টেশনের জন্য ৩৮.০৮ কোটি

সলামপুর আলুয়াবাড়ি স্টেশনের জন্য ২৬ কোটি ও কালিয়াগঞ্জের জন্য ৩১ কোটি

মালদহ টাউনের জন্য ১০ কোটি

আসানসোল স্টেশনের জন্য ৪৩২ কোটি

অন্ডাল স্টেশনের জন্য বরাদ্দ ২০ কোটি

বর্ধমান স্টেশনের জন্য ৬৪.০৫ কোটি

তারকেশ্বর স্টেশনের জন্য ২৪ কোটি ৪ লক্ষ্য

শেওড়াফুলি স্টেশনের জন্য ৩১ কোটি

ব্যারাকপুর স্টেশনের জন্য ২৬.৭ কোটি

শিয়ালদহ স্টেশনের জন্য ২৭ কোটি

এছাড়া বাকি স্টেশনগুলির জন্য গড়ে ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।