Abhishek Banerjee: বিদেশে চোখের চিকিৎসার পর কলকাতায় ফিরলেন অভিষেক
TMC: ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গুরুতর আঘাত লাগে তাঁর।
কলকাতা: শহরে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য় বিদেশে গিয়েছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় কলকাতায় ফেরেন। এদিন সন্ধ্যা ৭টা ৫ নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন। কালো গেঞ্জি, ব্লু জিন্স, পায়ে সাদা জুতো। সাংবাদিকদের কুশল সংবাদ নেন দূর থেকে হাত নেড়েই। অভিষেকের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের মুখোমুখি হননি তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন।
২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গুরুতর আঘাত লাগে তাঁর। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ চোখ। দীর্ঘদিন টানা বিদেশে চিকিৎসা চলে তাঁর।
চোখে অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। এরপর নির্দিষ্ট সময়ের পর তাঁকে চিকিৎসার জন্য যেতে হয়। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। অভিজ্ঞ চিকিৎসকের অত্যাধুনিক চিকিৎসায় থাকতে হয় তাঁকে। প্রায় এক মাসের কাছাকাছি ছিলেন এবার। ২৬ জুলাই কলকাতা ছেড়েছিলেন তিনি। দুবাই হয়ে আমেরিকা যান। বিদেশ থেকে ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ইডিকে তোপ দেগে টুইটও করেছিলেন।