CBI: অর্থের বিনিময়ে শিক্ষকদের পোস্টিং নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই

হাইকোর্টের নির্দেশে পোস্টিং দুর্নীতি মামলা তদন্ত জোরকদমে শুরু করছে সিবিআই। পোস্টিং দুর্নীতি মামলায় ৩৪৪ জনকে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

CBI: অর্থের বিনিময়ে শিক্ষকদের পোস্টিং নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই
নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন শিক্ষকরা। নিজস্ব চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 10:44 AM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি আধিকারিক থেকে নেতা-মন্ত্রীরাও গ্রেফতার হয়েছেন। নিয়োগ দুর্নীতির পাশাপাশি শিক্ষকদের পোস্টিং দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগও উঠেছে। সেই বদলির পোস্টিংয়ের সেই দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো পোস্টিং দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। এই তদন্তের জন্য ৩৪৪ জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। ধাপে ধাপে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁদের।

হাইকোর্টের নির্দেশে পোস্টিং দুর্নীতি মামলা তদন্ত জোরকদমে শুরু করছে সিবিআই। পোস্টিং দুর্নীতি মামলায় ৩৪৪ জনকে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। রাজ্যের ২ জেলার ডিআই দফতরে নোটিস পাঠিয়েছে সিবিআই। ধাপে ধাপে জেলা ধরে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। আজ সোমবার থেকেই হাজিরা শুরু হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েক জন শিক্ষক এসেছেন নিজাম প্যালেসে। ডিআই অফিস থেকে সিবিআই হাজিরার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

ডিআই অফিসের আধিকারিকদের পাশাপাশি অর্থের বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়া শিক্ষক-শিক্ষিকাদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সে জন্য তাঁদেরকেও তলব করা হচ্ছে। কী করে পোস্টিং হয়েছে সে ব্যাপারে সকলের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগ, রয়েছে পছন্দের জেলায় বদলি নেওয়ার জন্য নিময়বহির্ভূত ভাবে অর্থের বিনিময়ে তা দেওয়া হয়েছে। শিক্ষা পর্যদের একাংশ এর সঙ্গে জড়িত বলে অভিযোগ। তা খতিয়ে দেখতেই এই তদন্ত।