DA Case in High Court: সুপ্রিম কোর্টের পর DA মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টেও
DA Case in High Court: তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
কলকাতা: গত কয়েকমাস ধরে আইনি লড়াই চললেও বকেয়া ডিএ নিয়ে এখনও কোনও আশার আলো দেখছেন না সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের এই দাবি নিয়ে মামলা হাইকোর্ট (High Court) পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে সেই মামলা পিছিয়ে যাওয়ার পর এবার হাইকোর্টেও পিছিয়ে গেল মামলা। সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ায় সোমবার হাইকোর্টেও মামলা পিছিয়ে গেল। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত অগস্ট মাসের সেই নির্দেশের পর তিন মাস অতিক্রান্ত হয়ে যাওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন সরকারি কর্মীরা। আদালত অবমাননার মামলাও দায়ের হয় রাজ্য সরকারের বিরুদ্ধে।
এদিকে, এজলাস বদলের জটে সম্প্রতি সুপ্রিম কোর্টেও পিছিয়ে যায় ডিএ মামলা। প্রায় একমাস পিছিয়ে গিয়েছে সেই মামলা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে হবে এই ডিএ মামলার শুনানি। সম্প্রতি বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে এই মামলা ওঠার কথা থাকলেও শেষ মুহূর্তে মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এবার নয়া বেঞ্চে থাকবেন না বিচারপতি দীপঙ্কর দত্ত। সোমবার মামলা পিছিয়ে যাওয়ার কথা হাইকোর্টে জানানো হয় রাজ্যের তরফে। এরপরই মামলা পিছিয়ে যায় হাইকোর্টে।
বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়েছে ক্রমশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাটের তরফে ২০১৯ সালের ২৬ জুলাই একটি রায় দেওয়া হয়েছিল। পরে হাইকোর্টে সেই মামলা হলে স্যাটের রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।