Suvednu attacks Mamata: যাদবপুরে ছাত্রমৃত্যুর দায় নিয়ে চাপানউতর, এবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

Suvednu attacks Mamata: যাদবপুরকাণ্ডের জন্য আবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকে নিশানা করেছেন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সাফ দাবি, রাজ্যপাল তথা আচার্যের জন্য যাদবপুরে এত অচলাবস্থা।

Suvednu attacks Mamata: যাদবপুরে ছাত্রমৃত্যুর দায় নিয়ে চাপানউতর, এবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 11:53 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্য়ুর ঘটনার জন্য দায়ী শিক্ষামন্ত্রী, দায়ী মুখ্যমন্ত্রীও। সোদপুরে এক অনুষ্ঠানে বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তা নিয়েই জোর শোরগোল রাজনৈতিক মহলে। এদিকে এর আগে যাদবপুরের বাংলা বিভাগের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুতে মার্ক্সবাদীদের কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছিলেন, “কিছু আগমার্কা সিপিএম আছে, তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রাম বাংলা থেকে এসে ঢুকলেই তাদের উপর অত্যাচার করা ওদের অধিকার।  “কারা এরা? মার্ক্সবাদী। এখনও বড় বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল ওদের এখনও এক নম্বর শত্রু।” 

এদিকে যাদবপুরকাণ্ডের জন্য আবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকে নিশানা করেছেন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সাফ দাবি, রাজ্যপাল তথা আচার্যের জন্য যাদবপুরে এত অচলাবস্থা। তিনি উপাচার্য নিয়োগ করেননি বলে আজ কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে গোটা ক্য়াম্পাস। এরইমধ্যে শুভেন্দু অধিকারীর এ মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।  

এদিন সোদপুরে এক অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু। সেখানেই এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট প্রসঙ্গে বলেন, “তেল জল কখনো মিশতে পারে না। রাজ্যর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য আবার বলছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন যাদবপুরের ওই ছাত্র। এই দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে।