ChatGPT-কে টেক্কা দিয়ে রাজনীতিতেও হাত পাকাচ্ছে ‘বাঙালি’ Google Bard, করে দিচ্ছে চব্বিশের লোকসভার ভবিষ্যদ্বাণী
Google Bard: অনেকেই বলেছিলেন ইংরাজিতে হাত পাকালেও আঞ্চলিক ভাষা বিশেষত বাংলায় খুব একটা দখল নেই চ্যাট জিপিটির। কিন্তু, গুগল বার্ড গড়গড় করে লিখতে পারে বাংলা।
কলকাতা: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গেই নিত্যনতুন আঙ্গিকে ডানা মেলতে শুরু করেছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। স্কুল প্রজেক্ট থেকে, শারীরিক সমস্যা, নানাবিধি অসিসিয়াল কাজ, বিশ্বসেরা জটিল প্রশ্নের উত্তর মুহূর্তেই দিয়ে দিচ্ছে ওপেনএআই-এর চ্যাট জিপিটি (ChatGPT)। যা আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্বেই। সদ্যোজাত হলেও এবার চ্যাট জিপিটিকে টক্কর দিতে আসরে নেমে পড়েছে গুগলও। এসে গিয়েছে নয়া চ্য়াট বোট গুগল বার্ড (Google Bard)। যা নিয়েও চর্চার অন্ত নেই। শুরু থেকেই অনেকেই বলেছিলেন ইংরাজিতে হাত পাকালেও আঞ্চলিক ভাষা বিশেষত বাংলায় খুব একটা দখল নেই চ্যাট জিপিটির। কিন্তু, গুগল বার্ড গড়গড় করে বলতে পারে থুড়ি লিখতে পারে বাংলা। জটিল প্রশ্নের উত্তরও দিতে পারে বাংলাতেই। এই অবধি তো ঠিকই ছিল। কিন্তু, বাঙালি হব আর রাজনীতি বুঝব না তা কী হয়? হ্যাঁ ঠিকই ধরেছেন, গুগলের এই সদ্যোজাত চ্যাট বোর্ড কিন্তু, রাজনীতিতেও বেশ পারদর্শী। রাজনীতির গোলকধাঁধার সব খবরই রয়েছে তার কাছে।
সম্প্রতি বেঙ্গুলুরুতে ২৬ বিরোধী দলের বৈঠকের পর গোটা দেশের আলোচনার কেন্দ্রে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা INDIA জোট। খবর রয়েছে গুগল বার্ডের কাছে। কৌতূহল বশতই আমরা গুগল বার্ডকে জোটের ভবিষ্যৎ কী হবে তা জানতে চেয়েছিলাম। উত্তরে যা বলল তা শুনলে চোখ কপালে তুলবেন পোড় খাওয়া রাজনীতিকরাও।
গুগল বার্ড বলছে, “২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধীদের INDIA জোট বিজেপিকে হারাতে পারে কিনা তা নিয়ে এখনই বলা সম্ভব নয়। তবে, বিরোধী জোটের কিছু সুবিধা রয়েছে যা তাদের বিজেপিকে পরাজিত করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
প্রথমত, বিরোধী জোট বৃহত্তর এবং আরও বৈচিত্র্যময়। এটি তাদের বিজেপির চেয়ে বেশি ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ দেবে। দ্বিতীয়ত, বিরোধী জোটের নেতারা দক্ষ এবং অভিজ্ঞ। তারা বিজেপির চেয়ে ভাল প্রচারণা চালাতে এবং ভোটারদের সাথে সংযোগ করতে সক্ষম হবে। তৃতীয়ত, বিরোধী জোটের একটি শক্তিশালী নির্বাচনী প্ল্যাটফর্ম রয়েছে। এটি তাদের বিজেপির চেয়ে ভাল প্রস্তাব দিতে এবং ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম করবে।”
তবে কী গুগল বার্ড খানিকটা ঝুঁকে আছে জোটের দিকে? তা ভাবলে কিন্তু ভুল হবে। আমরা জিজ্ঞাস করেছিলাম বিজেপির ভবিষ্যৎ নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশের লোকসভা নির্বাচন শেষে ফের প্রধানমন্ত্রী হবে কিনা প্রশ্ন করাতে গুগল বার্ডের উত্তরও বেশ চমকপ্রদ।
গুগল বার্ড বলছে, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি কি আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন তা এখনই বলা সম্ভব নয়। এটি নির্ভর করে বেশ কয়েকটি কারণের উপর, যেমন অর্থনীতির অবস্থা, জনগণের মতামত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রচারণা।
বর্তমানে, ভারতের অর্থনীতি ভাল অবস্থায় রয়েছে এবং বেকারত্বের হার কম। এছাড়াও, নরেন্দ্র মোদির জনপ্রিয়তাও ভাল। তবে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদির জয়ের ব্যবধান ছিল খুব কম। তাই ২০২৪ সালের নির্বাচনে তার জয় নিশ্চিত নয়।”
প্রসঙ্গত, ইতিমধ্য়েই সংবাদের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে। সর্বভারতীয় চ্যানেল থেকে আঞ্চলিক সংবাদমাধ্যম, বহু জায়গাতেই এখন মানুষের জায়গায় খবর পড়তে দেখা যাচ্ছে AI অ্যাঙ্করদের। এখন কী এবার বিশ্লেষণ, খবর লেখার কাজও করবে AI। উত্তরটা দেবে সময়ই।