Jadavpur University Ragging: নাসিমের সঙ্গে পরিকল্পনা করেই হস্টেল ছাড়ার সিদ্ধান্ত হিমাংশুর, পুলিশি জেরায় আর কোন কোন তথ্য দিল ধৃতরা?
Jadavpur University Ragging: পুলিশের পাশাপাশি জোরকদমে তদন্ত চালাচ্ছে অ্যান্টি ব়্যাগিং কমিটি। মেইন হস্টেলেও গিয়েছে অ্য়ান্টি ব়্যাগিং কমিটির লোকজন। এমনকী যাদবপুরের নিরাপত্তার স্বার্থে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।
কলকাতা: যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) শুক্রবার রাতেই নতুন করে আরও তিন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, ঘটনায় তাঁদের যোগ পাওয়া যাওয়াতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায়কে। এরমধ্যে নাসিম ও হিমাংশু যাদবপুরের প্রাক্তনী বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই যাদবপুরের অভ্যন্তরীন তদন্ত কমিটির কাছে প্রথমবর্ষের ওই পড়ুয়ার RAGGING এর সময়ে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে সত্যব্রত। একই কথা স্বীকার করেছে নাসিমও। যদিও সত্যব্রতর দাবি, হস্টেলেরে তিনতলা থেকে পড়ে যাওয়ার সময় সে ওই জায়গায় ছিল না বলে পুলিশকে জানিয়েছেন সত্যব্রত।
সূত্রের খবর, ঘটনার পর রক্তাত্ব অবস্থায় প্রথম বর্ষের ছাত্রকে যাঁরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন ধৃত হিমাংশু কর্মকার। পুলিশি জিজ্ঞাসাবাদে এমনই তথ্য পেয়েছে পুলিশ। যে ট্যাক্সিতে করে রক্তাক্ত ওই পড়ুয়াকে নিয়ে যাওয়া হয়েছিল ইতিমধ্যে সেই গাড়ির চালকের সঙ্গে কথা বলেছে পুলিশ। সংবাদমাধ্যমেও ওই চালক সাফ জানিয়েছেন ছাত্রদের একটা বড় দল ছুটে এসে তাঁকে ডেকে নিয়ে যায় বলে এমার্জেন্সি আছে, হাসপাতালে যেতে হবে। ট্য়াক্সিতে ছিল জনা তিনেক ছাত্র। ট্যাক্সির পিছনেও অেক পড়ুয়া এসেছিলেন হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতাল থেকে ফিরে হস্টেলে নাসিম আখতারের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন হিমাংশু। তারপরেই হস্টেল ছাড়ার পরিকল্পনা। জেরায় এ কথা জানতে পেরেছে পুলিশ।
পুলিশের পাশাপাশি জোরকদমে তদন্ত চালাচ্ছে অ্যান্টি ব়্যাগিং কমিটি। মেইন হস্টেলেও গিয়েছে অ্য়ান্টি ব়্যাগিং কমিটির লোকজন। এমনকী যাদবপুরের নিরাপত্তার স্বার্থে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। ক্যাম্পাসে ঢোকা বের হওয়ার ক্ষেত্রে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। হস্টেলের ক্ষেত্রেই জারি একগুচ্ছ নিয়ম।