TMCP in JU: যাদবপুরে খেলা শুরু, ক্যাম্পাসের বাইরে বেরোলে অটো ধরতে পারবে না…: দেবাশিস
TMCP in JU: প্রসঙ্গত, যাদবপুরের যে কোনও ইস্যুতে কথা বলতে দেখা যায় যাদবপুরের শিক্ষক সংগঠন জুটাকে। এই সংগঠন আবার বাম প্রভাবিত বলে খবর। এদিন সেই জুটার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় দেবাশিস কুমারকে।
কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে একদিকে যখন পথে নেমেছে বাম ছাত্র সংগঠনগুলি, তেমনই পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদও। যদিও তৃণমূলের দাবি, বামেদের হাতেই মারা গিয়েছেন যাদবপুরের ওই ছাত্র। অন্যদিকে বামেদের দাবি, প্রাতিষ্ঠানিক খুনের দায় নিতে হবে রাজ্য সরকারকে। এসএফআইয়ের রাজ্য় সম্পাদক সৃজন ভট্টাচার্য তো আবার সাফ বলে দিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীদের হাতেই মারা গিয়েছেন বাংলা বিভাগের ওই ছাত্র। এদিকে ঘটনার প্রতিবাদে এদিনই আবার যাদবপুর এইট-বিতে ধরনায় বসে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের দলবলের সঙ্গেই উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। মঞ্চে উঠেই বাম-অতিবামদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেল তৃণমূলের এই প্রথম সারির নেতাকে।
সাফ বললেন, “মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং নকশাল, ভারতীয় জনতা পার্টির মতো কিছু অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করুন। বিশ্ববিদ্যালয়ের বাইরে পা রাখার জায়গা পাবে না। দায়িত্ব আমার। ক্যাম্পাসের বাইরে বেরিয়ে অটোও ধরতে পারবে না। খুব দায়িত্ব নিয়ে এ কথা বলছি। ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্ররা যে কোনও ধরনের আন্দোলন করতেই পারে। কিন্তু, যাঁরা দীর্ঘদিন ধরে একটা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে পরিণত করে রেখেছেন, যে কোনও মূল্য সেই ক্যাম্প অফিস আমাদের ভাঙতে হবে। এটা আজ আমাদের শপথ নিতে হবে।”
প্রসঙ্গত, যাদবপুরের যে কোনও ইস্যুতে কথা বলতে দেখা যায় যাদবপুরের শিক্ষক সংগঠন জুটাকে। এই সংগঠন আবার বাম প্রভাবিত বলে খবর। এদিন সেই জুটার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় দেবাশিস কুমারকে। বলেন, “আমরা এখনও গণতন্ত্রে বিশ্বাস করি বলেই এখনও জুটার অস্তিত্ব আছে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস না করতাম তাহলে জুটা থাকত না। তাই বাংলায় গণতন্ত্র আছে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেই এখনও বিরোধী রাজনৈতিক দলের বিরোধিতা করার পরিসর আছে। আজকে খেলা হবে দিবস। যাদবপুরেও আমরা খেলা শুরু করে দিলাম।”