Jadavpur University: বামপথে নেই যাদবপুরের বামপন্থীরা: রাজন্যা

Jadavpur University: দীর্ঘদিন থেকেই JUTMCP-র দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে যাদবপুরের পড়ুয়া তথা ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিককে। তৃণমূলের অনেক ছাত্র আন্দোলনের প্রথমসারিতেও দেখা গিয়েছে তাঁকে। রাজন্যার পাশাপাশি সঞ্জীবকে বিশ্ববিদ্যালয় ইউনিটের চেয়ারপার্সন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে।

Jadavpur University: বামপথে নেই যাদবপুরের বামপন্থীরা: রাজন্যা
রাজন্যা হালদার Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 11:47 PM

কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। প্রাক্তনী, বর্তমান মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১২ পড়ুয়া। এদিকে শুরু থেকেই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলে আসছে বিজেপি, সিপিএম, তৃণমূলের মতো দলগুলি। মিছিলে মিছিলে উত্তাল হচ্ছে রাজপথ। দু’দিন আগেই যাদবপুর ক্যাম্পাসে বামপন্থী পড়ুয়াদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের তুমুল সংঘর্ষের ছবি দেখা গিয়েছিল। আহত হয়েছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। সেই রাজন্যার হাতেই উঠেছে সংগঠনের গুরু দায়িত্ব। তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি করা হয়েছে তাঁকে। যা নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন রাজন্যা? তাঁর সাফ দাবি, তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলে, তাঁদের পাশে থাকে, মাটিতে পা রেখে চলে। তাই এই সঙ্কটজনক পরিস্থিতিতে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের উপরেই আস্থা রাখবে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকেই JUTMCP-র দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে যাদবপুরের পড়ুয়া তথা ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিককে। তৃণমূলের অনেক ছাত্র আন্দোলনের প্রথমসারিতেও দেখা গিয়েছে তাঁকে। রাজন্যার পাশাপাশি সঞ্জীবকে বিশ্ববিদ্যালয় ইউনিটের চেয়ারপার্সন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে। দায়িত্ব পেয়ে বেশ খুশি রাজন্যা। বলছেন, “এটা পুরোটাই দলের সিদ্ধান্ত। আমার সঙ্গে সঞ্জীবদা রয়েছে। সঞ্জীবদা দীর্ঘদিন থেকে যাদবপুরে সংগঠনটা দেখেছে। আমরা একসঙ্গে দীর্ঘদিন থেকেই লড়াইটা লড়ছি। এখন আমাদের একমাত্র কাজ দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা।”

একসঙ্গে তাঁর দাবি, বামপন্থার যে আদর্শ সেই আদর্শে বিশ্বাসী হয়ে যাদবপুরের বামপন্থীরা কাজ করছে না। হোক কলরব আন্দোলনের প্রসঙ্গ তুলে খানিক খোঁচা দিয়েই বললেন, “ওরা নিজেরাই ঠিক করতে পারছে না ওরা কী করবে। তাই আমরা তো বলছিই হোক কলরব কই গেল সব? হোক কলরবের সময় যে বড় মিছিল আমরা দেখেছিলাম, যে মাস আমরা দেখেছিলাম সেটা তো এখন আর দেখা যাচ্ছে না।” এরপরই তাঁর সংযোজন, “আমার মনে হয় এই মুহূর্তে সাধারণ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের উপর ভরসা রাখবে। কারণ মনে রাখতে হবে যাদবপুর ভিয়েতনামে নয়, যাদবপুর কিন্তু বাংলায়। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদকেই চায়। কারণ আমাদের সংগঠন মাটিতে পা রেখে চলে। সাধারণ পড়ুয়াদের কথা বলে।”