Mamata Banerjee: ‘বড় নেতা করবে বলে টাকা দিচ্ছে…’, মমতার নিশানায় নওশাদ?
Mamata Banerjee on Naushad Siddiqi: ভাঙড়ের বিধায়ক বা তাঁর দলের নাম না করলেই মমতার নিশানা যে নওশাদই, তেমনটাই মত রাজনৈতিক মহলের।
কলকাতা: বিজেপি-সিপিএমের পাশাপাশি আইএসএফ যে তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তা একরকম স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশে গিয়ে নাম না করে বারবার আইএসএফ-কে নিশানা করতে শোনা গেল তাঁকে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, এদিন তাঁর নিশানায় ছিলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও বিধায়কের নামও নেননি মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘুদের মধ্যে ভাগাভাগি করার জন্য বিরোধীদের একটা অংশ টাকা দিচ্ছে।
নেতাজি ইন্ডোরে ইমামদের সমাবেশে শুরু থেকেই বিজেপি ও সিপিএম-এর বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মমতার দাবি, তিনি সংখ্যালঘুদের জন্য কিছু করতে গেলে সমালোচনা করে বিরোধীরা। তিনি বলেন, সংখ্যালঘু দেখলে ওদের পিঁপড়ে কামড়ায়। একইসঙ্গে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “এখন দেখছি বিজেপির কোনও কোনও নেতা সংখ্যালঘুদের মধ্যে ভাগাভাগি করার জন্য কাউকে কাউকে ক্যাশ মানি তুলে দিচ্ছে। যাতে আখেরে বিজেপির লাভ নয়। দলগুলোর নাম বলব না।”
বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে জগাই-মাধাই-গদাই বলে আক্রমণ করতে আগেও শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এদিন রাজ্যের সেই বিরোধীর দলগুলিকে আরও একবার আক্রমণ করে মমতা বলেন, “তার সঙ্গে জুটেছে আর একটা। তাঁদের বড় নেতা করবেন টাকা দিয়ে, আর যত মিথ্যা প্রচারের কাজ করাবেন।” বিভিন্ন ঘটনায় কীভাবে মিথ্যা প্রচার চালানো হয়, সেই খবর নাকি তাঁর কাছে পুলিশ সূত্রে এসেছে, এমনটাও দাবি করেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ের বিধায়ক বা তাঁর দলের নাম না করলেও মমতার নিশানা যে নওশাদই, তেমনই মত রাজনৈতিক মহলের।
তবে ইমামদের সমাবেশের পর মমতাকেও পাল্টা তোপ দেগেছেন নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে নওশাদের জবাব, “মমতাকে তো মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। বিজেপির টাকায় তো উনি ক্ষমতায় এসেছেন। তারপরও কীভাবে এ সব কথা বলছেন!” টাকা লেনদেন প্রসঙ্গে নওশাদ স্পষ্ট বলেন, “প্রমাণ করে দেখাক। প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব।”
উল্লেখ্য, সাম্প্রতিককালে বারবার আইএসএফ তথা নওশাদের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ সামনে এসেছে। নওশাদের গ্রেফতারিই হোক বা ভাঙড়ে প্রবেশ করতে বাধা, বারবার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন নওশাদ। সম্প্রতি তাঁর বাড়িতে হামলার অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান নওশাদ।