SSKM Student Death: মৃত্যুর আগে ফোনে শেষ কার সঙ্গে কথা হয়েছিল নার্সিং ছাত্রীর? কললিস্ট দেখে তদন্তে পুলিশ
SSKM Hospital: মৃত নার্সিং পড়ুয়ার সঙ্গে শেষ কার কথা হয়েছে ফোনে, সেই তথ্য ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশের হাতে এসেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃত নার্সিং ছাত্রীর এক বন্ধুকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।
কলকাতা: এসএসকেএম হাসপাতালের হস্টেলে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। আর তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। কী কারণে ওই নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, মৃত ছাত্রীর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। মৃত নার্সিং পড়ুয়ার সঙ্গে শেষ কার কথা হয়েছে ফোনে, সেই তথ্য ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশের হাতে এসেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃত নার্সিং ছাত্রীর এক বন্ধুকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এসএসকেএম-এর নার্সিং ছাত্রীর দেহের ময়নাতদন্ত হবে পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছনোর পরেই। ময়নাতদন্তের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে এবং হোমিসাইড শাখার অফিসাররাও ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হবে বলেও পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্তের সময় থাকতে চাইলে তাঁদের সামনে হবে গোটা প্রক্রিয়া। আর যদি না থাকতে চান, সেক্ষেত্রে তাঁদের সম্মতি নিয়ে ময়নাতদন্তের কাজ করা হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালেয়ের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সেই ক্ষত এখনও টাটকা রাজ্যবাসীর মনে। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার সকালে এসএসকেএম-এর হস্টেলে এক নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার হয়। হস্টেলের বাথরুমের শাওয়ার থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছিল ছাত্রীর দেহ। ঘটনার পর হস্টেলের অন্যান্য আবাসিকরা বলছেন, বিগত বেশ কিছুদিন ধরে ওই ছাত্রী মানসিক চাপের মধ্যে ছিলেন। কিন্তু কেন মানসিক চাপের মধ্যে ছিলেন ওই পড়ুয়া? সব দিক খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। ওই ছাত্রী মোবাইলে শেষ কার সঙ্গে কথা বলেছেন, তাও ইতিমধ্যেই জানতে পেরেছে পুলিশ।