Upper Primary Panel: পরীক্ষার ৯ বছর পর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ

SSC Upper Primary: ২০১৪ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। অবশেষে আজ প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে বুধবার।

Upper Primary Panel: পরীক্ষার ৯ বছর পর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ
সিদ্ধার্থ মজুমদার, এসএসসি চেয়ারম্যানImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 7:32 PM

কলকাতা: পরীক্ষার ৯ বছর পর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৪ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। অবশেষে আজ প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে বুধবার। মোট ১১টিরও বেশি বিষয়ের জন্য পৃথক পৃথক মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা এদিন প্রকাশ করেছে এসএসসি। এবার অপেক্ষা আদালতের অনুমতির। আদালতের অনুমতি পেলে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হবে।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানাচ্ছেন, বিষয়টি বিচারাধীন। একাধিক মামলা চলছে বিষয়টি নিয়ে। গত ১৬ অগস্ট আদালত উচ্চ প্রাথমিকের প্যানেল ও অপেক্ষমান তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে এসএসসিকে। সিদ্ধার্থবাবু জানালেন, ‘আগামী ৩০ তারিখ এই মামলার শুনানি রয়েছে। তারপর যদি পরবর্তী পদক্ষেপের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়ার বিষয়টি শুরু করব।’ এসএসসির চেয়ারম্যান জানাচ্ছেন, প্রতিটি বিষয়ের জন্য একটি করে প্যানেল ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত শূন্যপদ ছিল ১৪ হাজারেরও উপরে। কিন্তু প্যানেলে নাম এসেছে ১৩ হাজারে কিছু বেশি। তবে তার মানে এমন নয়, যে প্যানেলের প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবেন। সেই বিষয়টিও এদিন খোলসা করে দেন এসএসসি চেয়ারম্যান। তাঁর বক্তব্য, একাধিক ক্যাটেগরির প্যানেল থাকে। অনেকক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ক্যাটেগরিতে যতগুলি শূন্যপদ রয়েছে, তার থেকে বেশি নাম রয়েছে প্যানেলে। আবার অনেক ক্ষেত্রে এমন ক্যাটেগরিও থাকে যেখানে একটিও নাম থাকে না প্যানেলে। সেক্ষেত্রে সেই ক্যাটেগরির শূন্যপদগুলি ফাঁকা থেকে যায়। অর্থাৎ, ঘোষিত শূন্যপদের থেকে প্যানেলের তালিকা কম হাওয়া মানেই যে প্যানেলভুক্ত প্রত্যেকে নিয়োগ পেয়ে যাবেন, এমন নয়। সেই বিষয়টি এদিন স্পষ্ট করে দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।