Awas Yojana: ‘টাকা না পাঠালে কাজ শেষ করা সম্ভব নয়’, আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে জবাব নবান্নের
Awas Yojana: সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে ৪৯৩ পাতার একটি চিঠি দেওয়া হয়। যাতে বলা হয়েছিল, রাজ্য কেন্দ্রকে যে হিসেব দেখিয়েছে তা সন্তোষজনক নয়।
কলকাতা: আবাস যোজনা নিয়ে বিতর্কের মাঝেই কেন্দ্রের পাঠানো ৪৯৩ পাতার চিঠির উত্তর দিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের কাছে আবাস যোজনার বরাদ্দ অর্থের হিসেব চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্র। তারই জবাব দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দাগল নবান্ন। সাফ জানানো হল, এখনই প্রয়োজনীয় অর্থ না দেওয়া হলে, ৩১ মার্চের মধ্যে আবাস যোজনার কাজ শেষ করা যাবে না। আর তার ফলে উপভোক্তারা শুধু সমস্যায় পড়বেন তাই নয়, ৩১ মার্চের মধ্যে সাড়ে ১১ লক্ষ বাড়ির কাজ শেষ করা সম্ভব হবে না বলেও দাবি করেছে রাজ্য সরকার।
সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে ৪৯৩ পাতার একটি চিঠি দেওয়া হয়। যাতে বলা হয়েছিল, রাজ্য কেন্দ্রকে যে হিসেব দেখিয়েছে তা সন্তোষজনক নয়। একই সঙ্গে ফের বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সেই তথ্য না পাঠালে আবাস যোজনার বকেয়া টাকা পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল কেন্দ্র।
রাজ্য প্রথম থেকেই দাবি করেছিল, তারা সব তথ্য কেন্দ্রকে আগেই পাঠিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু নতুন করে কেন্দ্রের তরফে চিঠি পাঠানো হয়েছে, তাই ফের সোমবার চিঠি পাঠাল নবান্ন। দ্রুত বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, আবাস যোজনায় রাজ্যের ৪০ শতাংশ ভাগ থাকলেও কেন্দ্র প্রথম কিস্তির টাকা না পাঠালে রাজ্য সেই অর্থ দিতে পারছে না।
শুধুমাত্র আবাস যোজনা নয়, ১০০ দিনের কাজ এবং সড়কের কী কাজ হয়েছে এবং তার জন্য কত টাকা খরচ হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল রাজ্যের কাছে।