Suvendu on Narada Scam: নারদ-কাণ্ড ‘কোরাপশন’ নয় ‘কন্সপিরেসি’, অভিষেককে জবাব শুভেন্দুর
Suvendu on Narada Scam: শুভেন্দুর 'নিয়োগ দুর্নীতি'র অভিযোগের জবাবে 'নারদ-কাণ্ড'কে হাতিয়ার করেন তৃণমূল সাংসদ। চলে টুইট-যুদ্ধও। এবার সেই নারদ-কাণ্ড নিয়ে জবাব দিলেন বিরোধী দলনেতা।
কলকাতা: দুর্নীতির অভিযোগের জবাব দুর্নীতির অভিযোগে! বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর টুইট-তরজায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে নারদ-প্রসঙ্গ। ছবি ‘ছোড়াছুড়িও’ হয়েছে। নারদ স্টিং অপারেশনের ছবি দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার সেই প্রসঙ্গেই শুভেন্দু দাবি করলেন নারদ-কাণ্ড কোনও দুর্নীতিই নয়। আর যে টাকা তাঁকে নিতে দেখা গিয়েছিল, সেই টাকা তাঁর কাছে কোনও বড় বিষয় নয় বলেও দাবি করেছেন শুভেন্দু।
বুধবার চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়ে যখন গোটা দেশ মেতে ছিল, তখনও রাজনৈতিক মহলের চোখ এড়ায়নি অভিষেক-শুভেন্দুর টুইট যুদ্ধ। এমন তরজা সাম্প্রতিক অতীতে দেখাও যায়নি খুব একটা। প্রথম খোঁচাটা দেওয়া হয়েছিল শুভেন্দুর দিক থেকেই। ইডি-র প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ হওয়ার পরই টুইট করেন তিনি। জবাব দিতে পিছপা হননি অভিষেকও। তারপরই শুরু হয়ে যায় অভিযোগ-পাল্টা অভিযোগ। ‘নিয়োগ দুর্নীতি’র জবাবে ‘নারদ-কাণ্ড’কে হাতিয়ার করেন তৃণমূল সাংসদ।
বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “উনি তো আমার একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। আপনারা দেখেছেন কীভাবে এড়িয়ে গিয়েছেন।” নারদ-খোঁচা নিয়ে শুভেন্দুর মন্তব্য, “ওটা কোরাপশন নয়, কন্সপিরেসি। একটা লোক ১৩ জনের কাছে গিয়েছিল ইলেকশনের সময়। সেটা নিয়েই বারবার বলা হচ্ছে।” একই সঙ্গে অভিষেকের উদ্দেশে শুভেন্দু বলেন, “জানে না যে ওরকম টাকা আমার দরকার হয় না। আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। আমরা ওর থেকে অনেক বেশি টাকা আয়কর দিই।”
উল্লেখ্য, ২০১৬ সালে কিছু ফুটেজ প্রকাশ্যে এসেছিল, যেখানে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে টাকা নিতে দেখা গিয়েছিল। নারদ স্টিং অপারেশন-এর সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল শুভেন্দুকেও। তিনি তখন তৃণমূলে। বৃহস্পতিবার সেই ভিডিয়ো টুইট করে অভিষেক লেখেন, ‘আমার চ্যালেঞ্জ রইল, ইডি ব্যবস্থা নিয়ে দেখাক। এটা আপনার বিবেক জাগ্রত করার জন্য যথেষ্ট।’ এরপরই শুভেন্দু একটি ছবি দিয়ে পাল্টা টুইট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার ও সৌগত রায়কে। নারদ-কাণ্ডে এই নেতাদের নামও জড়িয়েছিল, তাঁদের টাকা নেওয়ার ফুটেজও প্রকাশ হয়েছিল।