Mamata on Jadavpur: ‘একটি ছাত্রকে সিপিএম আর বামপন্থীদের ইউনিয়ন কীভাবে মেরে ফেলল!’ ফের যাদবপুর নিয়ে সরব মমতা
Mamata Banerjee: যাদবপুরের ঘটনা প্রসঙ্গে আবারও বামেদের একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বললেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করতাম। এখনও করি। কিন্তু আপনারা দেখলেন, একটি ছাত্রকে সিপিএম আর বামপন্থীদের ইউনিয়ন কীভাবে মেরে ফেলল।'
কলকাতা: যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। আর এসবের মধ্যেই ফের একবার যাদবপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোরের এক সরকারি কর্মসূচি থেকে যাদবপুরের ঘটনা প্রসঙ্গে আবারও বামেদের একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বললেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করতাম। এখনও করি। কিন্তু আপনারা দেখলেন, একটি ছাত্রকে সিপিএম আর বামপন্থীদের ইউনিয়ন কীভাবে মেরে ফেলল।’ শুধু তাই নয়, বামেদের নিশানা করে আরও সুর চড়ালেন মমতা। বললেন, ‘কী পরিস্থিতি! এখনও বদলায়নি। এত খুন করেও বদলায়নি। এত রক্ত নিয়েও বদলায়নি। এরা জীবনে কোনওদিন বদলাবে না।’
উল্লেখ্য, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এর আগেও মার্ক্সবাদীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিছু ‘আগমার্কা সিপিএম’ গ্রামাঞ্চল থেকে আসা পড়ুয়াদের উপর অত্যাচার চালায়। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, রাজ্যবাসীর গর্বের যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে এক ‘আতঙ্কপুরে’ পরিণত হয়েছে। আর আজ নেতাজি ইনডোরে বক্তব্য রাখার সময় ফের একবার বামেদের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি সিপিএম ও বামপন্থী ইউনিয়নগুলির দিকে আঙুল তুলে ‘মেরে ফেলার’ অভিযোগ তুলে দিলেন মমতা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সেদিনের মন্তব্যের পর কড়া সমালোচনা করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যাদবপুর নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ‘অযাচিত’ ও ‘বিপজ্জনক’ বলে পাল্টা দিয়েছিলেন সুজন। সিপিএম নেতা এও বলেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ও সেখানকার পড়ুয়াদের যে মর্যাদা রয়েছে, তা কেউ কেউ নষ্ট করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে। পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ, তার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে।