Subiresh Bhattacharya: ১০ দিন পর নয়, শনিবারই আদালতে পেশ সুবীরেশকে, আদালতের ভর্ৎসনায় তৎপর সিবিআই
SSC: চলতি সপ্তাহে জামিনের আবেদন করে হাইকোর্টে যান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।
কলকাতা: এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে তোলার সময়সীমা নিয়ে বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যেই সিবিআই জানিয়ে দিল শনিবারই আদালতে পেশ করা হবে সুবীরেশকে। এর আগে ২২ ডিসেম্বর সুবীরেশকে আদালতে হাজির করার কথা ছিল। নিম্ন আদালত ১০ দিন সময় দিয়েছিল। কেন ১০ দিন সময় লাগবে, সে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানতে চান, ‘১০ দিন সময় কেন প্রয়োজন? তিহাড় জেল থেকে আনা হচ্ছে নাকি?’ বার্তা দিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই কোর্টের জজের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের পথে হাঁটবেন। এরপরই শনিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিবিআই জানায়, শনিবারই সুবীরেশকে আদালতে তুলবে তারা।
চলতি সপ্তাহে জামিনের আবেদন করে হাইকোর্টে যান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চায় তদন্ত কোন পর্যায়ে আছে। এসবের মধ্যেই বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার এক শুনানিতে সুবীরেশ-মামলার আপডেট জানতে চান তিনি।
সিবিআই জানায়, নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকে হেফাজতে চেয়ে ১২ ডিসেম্বর সিবিআই কোর্টে আবেদন করা হয়। ২২ ডিসেম্বর প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে পেশ করা হবে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, কেন ১০ দিন সময় লাগবে? তিনি বলেন, সিবিআই আদালত থেকে খুবই কাছে প্রেসিডেন্সি সংশোধনাগার। তারপরও কেন এতদিন সময় প্রয়োজন পড়ছে? এরপরই শুক্রবার সিবিআই জানাল, ১০ দিন নয়, শনিবারই আদালতে তোলা হবে সুবীরেশ ভট্টাচার্যকে। যদিও সিবিআইয়েরই একাংশের বক্তব্য, নিম্ন আদালতে প্রচুর মামলার চাপ থাকে। সেক্ষেত্রে আদালতে কাউকে পেশ করতে কিছুটা সময় লাগে।