Bengal, Kolkata Weather: আষাঢ়ের শেষবেলায় ভারী বর্ষা, তিন জেলায় বিশেষ সতর্কতা হাওয়া অফিসের

Weather: আবহাওয়া দফতর বলছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মূলত উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে।

Bengal, Kolkata Weather: আষাঢ়ের শেষবেলায় ভারী বর্ষা, তিন জেলায় বিশেষ সতর্কতা হাওয়া অফিসের
কী বলছে আবহওয়া দফতর? Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 5:20 PM

কলকাতা: ভ্যাপসা গরম, সঙ্গে বিক্ষিপ্ত অতি হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া। আগামী দু’দিন অন্তত আবহাওয়ায় খুব একটা পরিবর্তন নেই বলেই জানাল হাওয়া অফিস। ফলে হঠাৎ হঠাৎ বৃষ্টি স্বস্তির থেকে বাড়াবে অস্বস্তিই। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় খুব একটা আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিও হয়েছে এদিন।

আবহাওয়া দফতর বলছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মূলত উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে এখনই যে বর্ষণমুক্তি নেই উত্তরের জেলাগুলির, সে আভাসও শুনিয়ে রেখেছে হাওয়া অফিস।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। অন্তত বুধবার, বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টিই সঙ্গী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। অর্থাৎ আষাঢ়ের শেষবেলায় বিভিন্ন জেলায় ধারাপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ১৫ জুলাই শনিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি নিয়ে এখনই কোনও সতর্কতা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও খুব নজরকাড়া বদলের সম্ভাবনা নেই এখনই। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে, তবে তা সর্বত্র না।