Kalbaisakhi: ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আজ সন্ধ্য়ায় ফের তোলপাড় করবে কালবৈশাখী

Weather: বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে।

Kalbaisakhi: ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আজ সন্ধ্য়ায় ফের তোলপাড় করবে কালবৈশাখী
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 8:57 AM

কলকাতা: আবারও গরমে ওষ্ঠাগত (Weather Update) শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কখনও কখনও আকাশ মেঘলা করলেও, ওই অবধিই। ফলে বিশ্রি গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি রয়েছে। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

ক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্রবার ও শনিবার আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। ফলে সেখানে সমাগম হবে বর্ষার। অন্যদিকে দু’টি ঘূর্ণাবর্তও রয়েছে। একটি ঝাড়খন্ডে, অন্যটি রয়েছে তামিলনাড়ুতে। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।