Rain Forecast in Bengal: আবার কবে মিলবে রোদের দেখা? নিম্নচাপের ভ্রুকুটি সরিয়ে কবে হাসবে আকাশ?

Rain Forecast in Bengal: ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

Rain Forecast in Bengal: আবার কবে মিলবে রোদের দেখা? নিম্নচাপের ভ্রুকুটি সরিয়ে কবে হাসবে আকাশ?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:33 PM

কলকাতা: দেখা নেই রোদের। গত সপ্তাহের শুরু থেকে সেই যে মুখ ভার করে বসে রয়েছে আকাশ, আর ফোটেনি হাসি। দিনভর চলছে অঝোর ধারা। গোটা বাংলার দখল নিয়েছে মৌসুমী বায়ু। এদিকে বঙ্গোপসাগরে (Bay of Bengal) আবার নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত একদিন আগেই পরিণত হয়েছে নিম্নচাপে। মোটের উপর উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বর্ষার দাপট চলছে গোটা বাংলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বুধবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। অন্যদিকে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে এমনটা নয়। দুই বঙ্গে আগামী ৫ দিন তাপমাত্রা মোটের উপর একই থাকবে বলে জানাচ্ছে মৌসব ভবন।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনভর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৮ শতাংশে রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে আরও খবর, নিম্নচাপটি বর্তমানে ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের উপরে অবস্থান করছে। নিম্নচাপের কারণে আপাতত কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।