High Court on JU: যাদবপুরে ১৪৪ ধারা জারি করেছেন? এত ইগো কিসের? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

High Court on JU: কাঁথি তথা খেজুরিতে যেভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেই প্রসঙ্গে বিচারপতি বলেছেন, কোনও পূর্ব কারণ না দেখিয়েই এ ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

High Court on JU: যাদবপুরে ১৪৪ ধারা জারি করেছেন? এত ইগো কিসের? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 5:36 PM

কলকাতা: শুভেন্দু অধিকারীর মামলায় উঠল যাদবপুর-প্রসঙ্গ। ১৪৪ ধারা জারি করা নিয়ে বুধবার রাজ্যকে কার্যত ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কোন যুক্তিতে শুভেন্দু অধিকারীর সভার আগে ১৪৪ ধারা জারি করা হল, সেই প্রশ্ন তোলার সঙ্গেই বিচারপতি প্রশ্ন তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হল না কেন? খেজুরিতে সভার অনুমতি না পেয়ে একটি মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ ছিল, তাঁর সভার আগের দিনই ১৪৪ ধারা জারি করেন কাঁথি মহকুমার মহকুমা শাসক। বিচারপতি এদিন উল্লেখ করেন, সে ক্ষেত্রে ১৪৪ ধারা জারির নিয়মই মানা হয়নি।

একজন বিরোধী দলের নেতার সভার আগের দিনই ১৪৪ ধারা কেন জারি হল, সেই প্রশ্ন তুলে বিচারপতি সেনগুপ্ত বলেন, “এমনটা হলে খারাপ উদাহরণ তৈরি হবে।” এরই সঙ্গে রাজ্যের উদ্দেশে বিচারপতি বলেন, “আপনাদের এত ইগো কিসের? অশান্তির কথা যদি বলেন, তাহলে আপনারা যাদবপুরে ১৪৪ ধারা জারি করেছেন? এটা কি হচ্ছে? এই ভাবে আটকানো যায় না।”

কাঁথি তথা খেজুরিতে যেভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেই প্রসঙ্গে বিচারপতি বলেছেন, কোনও পূর্ব কারণ না দেখিয়েই এ ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলেও পর্যবেক্ষণ বিচারপতির। আইনে ১৪৪ ধারা জারির ক্ষেত্রে যে সব অবস্থার কথা বলা আছে, সেগুলোও মানা হয়নি বলে মনে করে আদালত।

সাধারণত অশান্তি ছড়াতে পারে এমন কোনও পরিস্থিতি তৈরি হলে ১৪৪ ধারা জারি করা হয়। এই ধারা কার্যকর হলে জমায়েত করা যায় না।