Aloe Vera for Dry Skin: শুষ্ক ত্বকে যত্নে ময়েশ্চারাইজার ছেড়ে অ্যালোভেরা মাখুন, ঠেকাতে পারবেন বলিরেখাও

Skin Care Tips: নরম্যাল স্কিন বা তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা সবসময় অ্যালোভেরা জেলকেই বেশি প্রাধান্য দেন। কিন্তু যখন শুষ্ক ত্বকের দেখভাল করার সময় আসে, তখন কি আপনি একইভাবে অ্যালোভেরা জেলকে বেছে নেবেন? জানুন শুষ্ক ত্বকের যত্নে কতটা কার্যকর অ্যালোভেরা জেল।

Aloe Vera for Dry Skin: শুষ্ক ত্বকে যত্নে ময়েশ্চারাইজার ছেড়ে অ্যালোভেরা মাখুন, ঠেকাতে পারবেন বলিরেখাও
Follow Us:
| Updated on: Jul 27, 2023 | 10:59 AM

শুষ্ক ত্বকের সমস্যা হল, আপনি যতই ময়েশ্চারাইজার ব্যবহার  করুন, ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায় না। ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি নিস্তেজ ও জেল্লাহীন হয়ে ওঠে। তার সঙ্গে জোরাল হতে থাকে বলিরেখা, দাগছোপ ইত্যাদি। এই সব সমস্যার সমাধান হতে পারে অ্যালোভেরা জেল। ত্বকের সমস্যা সবসময় কার্যকর প্রভাব ফেলে অ্যালোভেরা জেল। কিন্তু যখনই শুষ্ক ত্বকের প্রসঙ্গ আসে, তখন কতটা কার্যকর হয় অ্যালোভেরা জেল? চলুন জেনে নেওয়া যাক।

অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল রয়েছে। তাই অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের সমস্যা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হয় না। নরম্যাল স্কিন বা তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা সবসময় অ্যালোভেরা জেলকেই বেশি প্রাধান্য দেন। কিন্তু যখন শুষ্ক ত্বকের দেখভাল করার সময় আসে, তখন কি আপনি একইভাবে অ্যালোভেরা জেলকে বেছে নেবেন? এক্ষেত্রে জেনে রাখা ভাল যে, শুষ্ক ত্বকের ক্ষেত্রেও কার্যকর প্রভাব ফেলে অ্যালোভেরা জেল।

ত্বককে মোলায়েম করে তোলে

শুষ্ক ত্বক রুক্ষ হয়ে যায় চটজলদি। তাই আপনাকে ত্বককে রোজ ময়েশ্চারাইজ করে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক তবক্র ব্যক্তিরা ভারী ময়েশ্চারাইজার বেছে নেন। অ্যালোভেরা জেল এই কাজটা অনেক সহজেই করতে পারে। অ্যালোভেরা জেলের মধ্যে হাইড্রেটেডিং উপাদান রয়েছে, যা ত্বকে কোমল ও নরম করে তোলে। ত্বকের কোষকে হাইড্রেটেড রাখে।

ত্বকের সমস্যা কমায়

ঋতু পরিবর্তনের সঙ্গে শুষ্ক ত্বকের সমস্যা বাড়ে। তাপমাত্রা বা আর্দ্রতার পরিবর্তন হলে শুষ্ক ত্বকে আরও বেশি সমস্যা দেখা দেয়। ত্বকের উপর চুলকানি, জ্বালাভাব, র‍্যাশ, লালচেভাব দেখা দেয়। এসব সমস্যা থেকে রেহাই দিতে সক্ষম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাখলে ত্বকের সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।

ব্রণ প্রতিরোধ করে

শুষ্ক ত্বকের খুব বেশি ব্রণর সমস্যা দেখা দেয় না। কিন্তু আপনি যদি ভুল পণ্য বা মেকআপ ব্যবহার করেন সেক্ষেত্রে ব্রণর সমস্যা দেখা দেয়। কিন্তু আপনি যদি নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখেন, তাহলে ব্রণর সমস্যাকে সহজেই প্রতিরোধ করতে পারবেন। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।

ত্বককে বার্ধক্যের হাত থেকে বাঁচায়

শুষ্ক ত্বকে সবার আগে বার্ধক্য দেখা দেয়। কপালে ভাঁজ পড়তে থাকে, চোখের কোণের চামড়া কুঁচকে যায়। এসব সমস্যাকে মুক্তি দেয় অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে, যা বলিরেখা, ঝুলে যাওয়া চামড়া প্রতিরোধ করতে সাহায্য করে। তাই শুষ্ক ত্বকের যত্নে নিয়মিত অ্যালোভেরা জেল মাখুন।