Stylish Bag Collection: পুজোতে ঘুরতে যাওযার প্ল্যান তো তৈরি করে ফেলেছেন, রইল স্টাইলিশ ব্যাগের হদিশ
Shopping Tips: মেট্রোপ্লাজাতে খুব ভাল ব্যাগ পাওয়া যায়। ময়দান মেট্রো স্টেশন থেকে নেমে একটু এগোলেই এই শপিং মল। পছন্দের একাধিক ব্যাগ পেয়ে যাবেন মেট্রোপ্লাজা থেকে
১৫ অগস্ট মানেই পুজোর প্রস্তুতি শুরু। পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে এখন সেলের মরশুম। দোকানে এখন ছাড়ের মেলা। পুজোয় যাঁরা ঘুরতে যাবেন তাঁদের টিকিট কাটা হয়ে গিয়েছে অধিকাংশের। বাকিদের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রতি বছরই ১৫ অগস্টের পর থেকে শুরু হয়ে যায় উৎসবের মরশুম। গণেশ পুজো, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, দীপাবলী, ক্রিসমাস সেই বর্ষবরণ উৎসবে দিয়ে শেষ হয়। ঘুরতে যাওয়ার মরশুম শুরু এখন থেকেই। আজকাল অনেকেই মনসুন ট্রাভেল করছেন। এই সময় প্রকৃতি যে অপরূপা থাকে তা তো বলাই বাহুল্য। লং উইকেন্ডে তাই কোথাও টিকিট পাওয়া দুষ্কর। ওয়ার্ড্রোবে যতই পোশাক, ব্যাগ, জুতো এসব থাকুক না কেন কোথাও ঘুরতে গেলে নতুন জামা চাই চাই।
প্রয়োজনীয় পোশাক, জুতো, অ্যাকসেসরিজ এসব তো সঙ্গে থাকবেই। সেই সঙ্গে চাই প্রয়োজনীয় ব্যাগও। ঘুরতে গেলে সবথেকে জরুরি এই ব্যাগ। এই ব্যাগেই থাকবে প্রয়োজনীয় সাগজপত্র, জল, ছাতা, টিস্যু ইত্যাদি। পোশাক, ব্যাগ এসব তো শুধু পরলেই হবে না সেই সঙ্গে যাতে স্টাইলিশ হয় সেদিকেও নজর রাখতে হবে। ওয়ার্ড্রোবে ব্যাগের সংখ্যা বাড়তে থাকে আর মেয়েদেরও কেনা চলতে থাকে। সব সময় দামি ব্র্যান্ডেড ব্যাগ কেনা সম্ভব হয় না। তাই সস্তায় স্টাইলিশ ব্যাগ কিনে আনুন কলকাতার এই সব মার্কেট থেকে।
মেট্রোপ্লাজাতে খুব ভাল ব্যাগ পাওয়া যায়। ময়দান মেট্রো স্টেশন থেকে নেমে একটু এগোলেই এই শপিং মল। পছন্দের একাধিক ব্যাগ পেয়ে যাবেন মেট্রোপ্লাজা থেকে। কলেজ পড়ুয়াদের কাছে খুবই জনপ্রিয় এই মল। ওই চত্বরে আরও একটি জনপ্রিয় শপিং কমপ্লেক্স রয়েছে তা হল বি-কে মার্কেট। এখানেও পছন্দের ব্যাগ পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। বেড়াতে যাওয়ার আগে যখন শপিং করবেন তখন এই সব মার্কেটে একবার ঢুঁ মারতে ভুলবেন না। এছাড়াও এসপ্ল্যানেড তো আছেই। এসপ্ল্যানেড, সিমপার্ক মল চত্বরেও পেয়ে যাবেন এরকম বহু ব্যাগের দোকান। এমনকী কাউকে উপহার দিতে চাইলেও এমন ব্যাগ দিতে পারেন।