Indian Wedding: আর কয়েক মাস পরই বসছেন বিয়ের পিঁড়িতে? কেমন সাজবেন বিয়ের দিন, রইল কিছু আইডিয়া
Bengali Wedding: নভেম্বর পড়লেই শুরু বিয়ের সিজন। আর তাই বিয়ের প্রস্তুতির জন্য রইল জরুরি কিছু টিপস। বিয়ের দিন চিরাচরিত লাল বেনারসিতেই সকলকে বেশি ভাল লাগে
বিয়ে নিয়ে সকলেরই অনেক রকম পরিকল্পনা থাকে। বিশেষ এই দিনটি নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে সেই ছোটবেলা থেকে। প্রকিটা মেয়েই ছোট থেকে কখনও না কখনও বউ সাজার স্বপ্ন দেখে। মায়ের বিয়ের পুরনো ওড়না, লাল টিপ, লিপস্টিকে ফ্রক পরা শাড়ি অনেকেরই রয়েছে। এখন বিয়ে মানেই একটা বড় ইভেন্ট। বিয়ের তিনদিন আগে থেকে শুরু হয় উৎসব পর্ব। মেহেন্দি, সংগীত, ব্যাচেলার্স পার্টি, আইবুড়োভাত অনেক অনুষ্ঠান। বিয়ের দিনও সকালে দু-তিন রকম শাড়ির প্রয়োজন থাকে। বিয়ের প্রায় এক বছর আগে থেকে অনুষ্ঠান বাড়ি, ক্যাটারার, মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, ফটোগ্রাফার সব বুক না করে রাখলে পরবর্তীতে খুবই সমস্যা হয়। কেমন শাড়ি আপনি পরতে চান, কেমন ফুল লাগাতে চান সব অন্তত ৬ মাস আগে থেকে ঠিক করে মেকআপ আর্টিস্টকে জানিয়ে রাখুন।
নভেম্বর পড়লেই শুরু বিয়ের সিজন। আর তাই বিয়ের প্রস্তুতির জন্য রইল জরুরি কিছু টিপস। বিয়ের দিন চিরাচরিত লাল বেনারসিতেই সকলকে বেশি ভাল লাগে। আর তাই লাল বেনারসি পরলে লাল রঙেরই ব্লাউজ পরুন। লালের সঙ্গে সবুজ, নীল, হলুদ বা বেগুনি এসব রঙ একেবারেই দেখতে ভাল লাগে না। আবার এখন বিয়ের দিন অনেকেই লাল ছাড়া অন্য রঙের বেনারসি বাছেন। কেউ বাছেন কাঞ্জিভরম, কেউ জামদানি। জামদানি শাড়িতেও আজকাল খুব সুন্দর করে সাজা যায়। তবে বিয়ের দিন সাবেকি সাজেই দেখতে বেশি ভাল লাগে।
মুকুট, মালা, লাল বেনারসিতে এদিন সৌন্দর্যই আলাদা। বিয়ের দিন সকালে বৃদ্ধি বা নান্নীমুখের শ্রাদ্ধের সময় লাল পাড় সাদা শাড়িতেই বেশি ভাল লাগে। যতই আমাদের ফ্যাশনে আধুমিকতা মিশুক না কেন সাবেকিয়ানার কোনও তুলনা নেই। তাই চেষ্টা করুন বিয়ের দিনের অনুষ্ঠানগুলোতে সেই সাবেকিয়ানা বজায় রাখতে। যে কোনও রকম এক্সপেরিমেন্ট তুলে রাখুন রিসেপশনের জন্য। এদিন সাজ, গয়না নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে পারবেন। এদিন রুপোর গয়না, সিল্কের শাড়ি কিংবা লেহঙ্গা ইত্যাদিতে সাজতে পারেন। তাই দেরি না করে কেনাকাটা, প্ল্যানিং শুরু করে দিন। পছন্দমতো ব্লাউজ বানিয়ে নিন। জীবনে এই দিনটি একবারই মাত্র আসে। আর তাই নিজের পছন্দের সাজগোজের সঙ্গে কোনও আপোষ নয় কিন্তু।