Jammu & Kashmir: পুজোয় কাশ্মীর যাচ্ছেন? বাকেট লিস্টে রাখুন সবুজ গালিচায় মোড়া বানগাসকে

Offbeat Kashmir: মখমলি সবুজ ঘাসের গালিচায় সাজানো গোটা উপত্যকা। জুলাই-অগস্ট মাসে এখানে সবুজ ঘাসের মাঝে ফুটে থাকে রং-বেরঙের ফুল। বানগাস উপত্যকাকে কাশ্মীরের 'ভ্যালি অফ ফ্লাওয়ার' বললেও ভুল হবে না।

Jammu & Kashmir: পুজোয় কাশ্মীর যাচ্ছেন? বাকেট লিস্টে রাখুন সবুজ গালিচায় মোড়া বানগাসকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 12:09 PM

পুজোয় কাশ্মীর যাওয়ার প্ল্যান করছেন? জম্মু ও কাশ্মীর বেড়াতে গেলে বেতাব ভ্যালি, ডাল লেক, গুলমার্ক, সোনমার্গ, পহেলগাঁও ঘুরে দেখেন বেশিরভাগ পর্যটক। যদিও ভূস্বর্গের প্রতিটা কোণা সুন্দর। তবে, এখন কাশ্মীর পর্যটনে যুক্ত হয়েছে বেশ কিছু অফবিট স্পট। তেমনই একটি পর্যটন কেন্দ্রের খোঁজ এনেছে TV9 বাংলা ডিজিটাল। এ বছর পুজোয় কাশ্মীর বেড়াতে গেলে বাকেট লিস্টে রাখুন বানগাস।

শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বানগাস উপত্যকা। কুপওয়ারা জেলায় অবস্থিত বানগাস উপত্যকা। ৯,৮৮২ ফুট উচ্চতায় অবস্থিত বানগাস যেন কাশ্মীরের লুকানো স্বর্গ। মখমলি সবুজ ঘাসের গালিচায় সাজানো গোটা উপত্যকা। জুলাই-অগস্ট মাসে এখানে সবুজ ঘাসের মাঝে ফুটে থাকে রং-বেরঙের ফুল। বানগাস উপত্যকাকে কাশ্মীরের ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ বললেও ভুল হবে না। সবুজ গালিচার মধ্যে ঘুরে বেড়ায় ভেড়া, গরু ও ঘোড়ার দল।

৩০০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট জায়গা জুড়ে বিস্তৃত বানগাস। দেখতে কিছুটা বাটির মতো। অর্থাৎ মাঝখানটা সবুজ গালিচা। আর চারধারে দেওদারের জঙ্গল। প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য আদর্শ বানগাস উপত্যকা। বড় বানগাস ও ছোট বানগাস নিয়ে গড়ে উঠেছে উপত্যকা। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে ঘুরতে পারেন। সময় লাগবে মাত্র ২-৩ ঘণ্টা। ঘোড়ার পিঠে চেপেও যেতে পারেন।

উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে রোশনকুল, তিলওয়ানকুল, ডউডাকুল ইত্যাদি জলধারা। উপত্যকায় দাঁড়িয়ে দূরে দেখা যায় তুষারাবৃত কাজীনাগ ও শামসবারি পাহাড়। জুন থেকে অক্টোবর হল বানগাস ভ্রমণের সেরা সময়। ডিসেম্বর থেকে তুষারে ঢাকা পড়ে যায় বানগাস উপত্যকা।

বানগাস উপত্যকা যেতে গেলে আপনাকে শ্রীনগর থেকে পৌঁছাতে হবে হান্দওয়ারা। দূরত্ব ৭৯ কিলোমিটার। হান্দওয়ারা থেকে পৌঁছাতে হবে ১৮ কিলোমিটার দূরে রেশওয়াড়ি। এই রেশওয়াড়ি থেকে সরাসরি চলে যেতে পারেন বড় বানগাস। রেশওয়াড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে রয়েছে বানগাস। শ্রীনগর থেকে ২ দিনের সফরে ঘুরে আসতে পারেন বানগাস উপত্যকা।

একদিনে বানগাস ঘুরে আসতে চাইলে কোনও অনুমতিপত্রের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি বানগাস উপত্যকায় তাঁবুতে রাত কাটাতে চান, তাহলে সঙ্গে রাখুন আধার কার্ড, ভোটার কার্ড ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। কুপওয়ারা ডি সি অফিস বা পর্যটন বিভাগের অফিস থেকে ছাড়পত্র পাবেন বানগাস বেড়াতে যাওয়ার। এছাড়া আপনি হান্দওয়ারা, রেশওয়াড়ি বা চৌকিবালে রাত কাটিয়ে ঘুরতে যেতে পারেন বানগাস।