Offbeat Orrisa: লাল মাটির সবুজ ঘাসে ঘুরে বেড়ায় কৃষ্ণসার, ওড়িশার এই অফবিটে গেলেই দেখা মিলবে তাদের

Vetnai-Black Buck: মূলত কৃষ্ণসার হরিণের টানেই পর্যটকেরা ভেটনাইতে আসেন। প্রায় ১৬০০ কৃষ্ণসার হরিণের বাস ওড়িশার এই গ্রামে। তবে, এই ভেটনাই থেকে ঘুরে নেওয়া যায় চিল্কা হ্রদ, মংলাজোরি ইত্যাদি জায়গা। কিন্তু সমস্যা রয়েছে একটা জায়গাতেই।

Offbeat Orrisa: লাল মাটির সবুজ ঘাসে ঘুরে বেড়ায় কৃষ্ণসার, ওড়িশার এই অফবিটে গেলেই দেখা মিলবে তাদের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 12:47 PM

পুজোয় উত্তরবঙ্গের ট্রেনের টিকিট পাননি? মন খারাপ করবেন না। বরং ওড়িশাগামী ট্রেনের টিকিট কেটে নিন। ওড়িশাতে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে না গেলে অনেক কিছুই অদেখা থেকে যেতে পারে। তেমনই একটি জায়গা হল ভেটনাই। পূর্বঘাট পর্বতমালা কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম হার মানিয়ে দেবে আফ্রিকার জঙ্গল সাফারিকেও। ওড়িশার এই গ্রামজুড়ে দেখা মেলে কৃষ্ণসার হরিণের। এরই টানে ভেটনাইতে ভিড় জমান পর্যটকেরা।

ভেটনাইতে প্রায় ১৬০০ কৃষ্ণসার হরিণের বাস। ৪০ স্কোয়ার কিলোমিটার জায়গায় ঘুরে বেড়ায় তারা। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস, এই কৃষ্ণসার হরিণ পবিত্রতা ও শুভ ইচ্ছার প্রতীক। তাই ভেটনাইতে গেলে দেখা যায় মানুষ ও হরিণের সহাবস্থান। পূর্বঘাট পর্বতমালার কোলে লাল মাটির সবুজ গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায় কৃষ্ণসার হরিণ। গ্রামের পথ ছেড়ে একটু মাঠের দিকে এগোলেই দেখতে পারেন কৃষ্ণসারের মেলা। পুরুষ ও মহিলা কৃষ্ণসার উভয়ই দেখা মেলে ভেটনাইতে। ক্যামেরা নিয়ে যদি খুব বেশি কাছে চলে যান, তাহলে নিমেষের মধ্যে লাফ দেয় কৃষ্ণসার। স্প্রিংয়ের মতো শরীর নিয়ে সবুজের মধ্যে লুকিয়ে পড়ে তারা।

মূলত কৃষ্ণসার হরিণের টানেই পর্যটকেরা ভেটনাইতে আসেন। তবে, এই ভেটনাই থেকে ঘুরে নেওয়া যায় চিল্কা হ্রদ, মংলাজোরি ইত্যাদি জায়গা। এই দুই জায়গায় গেলেও আপনি বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন প্রকারের প্রজাতি ইত্যাদি দেখতে পাবেন। চিল্কায় গেলে দেখা মিলতে পারে ডলফিনেরও।

বছরের যে কোনও সময় আপনি ভেটনাই বেড়াতে যেতে পারেন। কিন্তু সমস্যা হল, ভেটনাই গ্রামে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা নেই। ভেটনাই যেতে গেলে আপনার থাকতে হবে বালুগাঁওতে। ভেটনাই থেকে ৭০ কিলোমিটার দূরত্বে বালুগাঁও। বালুগাঁও থেকে ভেটনাই যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়া রাত কাটাতে পারেন বেরহামপুরের কাছে। আর যদি আপনি তাঁবুতে রাত কাটাতে চান, তাহলে সেটা ভেটনাইতেই হয়ে যাবে। তবে, সমস্ত সরঞ্জাম আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে।

ভেটনাই যেতে গেলে ট্রেন রুট বেছে নেওয়াই ভাল। ট্রেন চেপে গেলে আপনাকে নামতে হবে বেরহামপুর স্টেশনে। বেরহামপুর থেকে প্রায় ৫০ কিলোমিটারের পথ ভেটনাই। বেরহামপুর থেকে ভেটনাই যাওয়ার বাসও পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে নামতে হবে আস্কা। আস্কা থেকে ছোট বাস, ট্রেকার রয়েছে ভেটনাই যাওয়ার। বালুগাঁও থেকেও ভেটনাই যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়া আপনি মংলাজোড়ি হয়েও পৌঁছে যেতে পারেন ভেটনাই। মংলাজোড়ি থেকে ভেটনাইয়ের দূরত্ব ১০৫ কিলোমিটার।