একসময় বলিউডে অভিনয় করেছেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। নব্বইয়ের দশকে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়ার দিদি পূজা।
লের গণ্ডি পার করার আগেই বলিউডে পা রাখেন তিনি। ১৯৮৯ সালে 'ড্যাডি' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় পূজার।
অবশ্য এই ছবির মাধ্যমে নয়, আমির খানের সঙ্গে 'দিল হ্য়ায় কে মানতা নেহি’ ছবির মাধ্যমেই পরিচিতি পান পূজা।
এরপর একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি। তবে ৩০-এর আগেই কেরিয়ারে ভাটা পড়ে। অভিনয় জগত থেকে সরে যান তিনি।
সুম্প্রতি 'বিগ বস ওটিটি ২'-এর ঘরে দেখা গিয়েছে পূজাকে। সেখানেই জীবনের আর্থিক দুরাবস্থার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তিনি জানান, একসময় তাঁর অ্যাকাউন্টে মাত্র ৪ হাজার টাকা পড়ে ছিল। এলভিশ যাদবের সঙ্গে আলাপচারিতায় পূজা বলেন, "আমি এক সময় বিরাট বড় স্টার ছিলাম, তবে এমন দিনও গিয়েছে যখন আমার অ্যাকাউন্টে মাত্র চার হাজার টাকা ছিল’।
তবে জীবনের চরম অন্ধকার দিনেও কারও কাছে হাত পাতেননি তিনি। একাই সামলে ওঠার চেষ্টা করেছেন সবসময়।
সম্প্রতি বিগ বস ওটিটি-এর ঘরে এ টাস্ক চলাকালীন অন্য প্রতিযোগিদের ‘ছোটলোক’ বলে কটাক্ষ করেন পূজা। সেই নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে এবিষয়ে পূজা জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হচ্ছে।