২০ বছর বয়সী স্যামুয়েল টাকি ঘানার দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটাল। (সৌজন্যে-টুইটার)
১৯৯২ সালের পর প্রথমবার অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিল পুরুষদের ফুটবল দল। (সৌজন্যে-টুইটার)
টোকিও অলিম্পিকে বক্সিংয়ে পুরুষদের ফেদারওয়েটের সেমিফাইনালে উঠলেন স্যামুয়েল টাকি। (সৌজন্যে-টুইটার)
অলিম্পিক গেমস শুরু হওয়ার পর থেকে ঘানা মাত্র চারটি পদক পেয়েছে। যার মধ্যে ৩টি বক্সিং বিভাগ থেকে। (সৌজন্যে-টুইটার)
টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক নিশ্চিত ঘানার। ৩ অগস্ট সেমিফাইনালে আমেরিকার ডিউক রাগানের (Duke Ragan) বিরুদ্ধে নামবেন ঘানার স্যামুয়েল টাকি। সেই ম্যাচে জিতলে স্যামুয়েলের পদকের রং বদলাবে। (সৌজন্যে-টুইটার)