তিনদিন পরই মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে শুক্রবার রাজধানী শিলং-এ একটি বিশাল রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে জনসমুদ্র তৈরি হয়েছিল। গাড়ির সামনের পাদানিতে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর এক ঝলক দেখার জন্য হাতে বিজেপির পতাকা নিয়ে তাঁর সমর্থকরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দুই ধারে অপেক্ষা করেছিলেন। শিলংয়ের রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার সময় উত্তেজিত জনতাকে দেখা যায় 'মোদী-মোদী' বলে স্লোগানে ফেটে পড়তে।
২০২৩ বিধানসভা নির্বাচনের আগে মেঘালয়ে এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম এবং একমাত্র সফর। শিলং-এর সেন্ট্রাল লাইব্রেরি থেকে পুলিশ বাজার পর্যন্ত চলে এই রোডশো।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লোক শিল্পীদের দেখা যায় মেঘালয়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করতে। তাঁদেরকে পাল্টা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীও।
প্রধানমন্ত্রীর সফরের জন্য শিলংয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরে এক হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।
শিলংয়ে মেঘালয়ের তিন স্বাধীনতা সংগ্রামী উ তিরোট সিং, ইউ কিয়াং নাংবাহ এবং পা তোগান সাংমারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শিলং-এর পুলিশ বাজারে এক জনসভায় বক্তৃতাও দেন তিনি।
পরে, গারো পাহাড়ের তুরার আলোটগ্রে স্টেডিয়ামেও এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেন তিনি। প্রথমে এই সভাটি তুরার পিএ সাংমা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় স্থান পরিবর্তন করা হয়।