Tokyo Paralympics 2020: দেবেন্দ্র-অবনীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) নতুন ইতিহাস তৈরি করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা (para athlete)। টোকিও থেকে দেশে ফেরার পর আজ, বৃহস্পতিবার অবনী-সুমিতদের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর আগে টোকিও অলিম্পিকের পরও ভারতের অ্যাথলিটদের সঙ্গে দেখা করেছিলেন মোদী। টোকিও প্যারালিম্পিকে এ বার ভারত মোট ১৯টি পদক পেয়েছে। তার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ।

| Edited By: | Updated on: Jul 23, 2024 | 12:10 PM
 টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে আজ দেখা করলেন নরেন্দ্র মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে আজ দেখা করলেন নরেন্দ্র মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

1 / 4
টোকিও প্যারালিম্পিকে ছেলেদের ব্যাডমিন্টনের (Badminton) এসএল-৪ (SL4) বিভাগে রুপো (Silver) অর্জনকারী ভারতীয় প্যারা শাটলার সুহাস এল ইয়াথিরাজের (Suhas L Yathiraj) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে ছেলেদের ব্যাডমিন্টনের (Badminton) এসএল-৪ (SL4) বিভাগে রুপো (Silver) অর্জনকারী ভারতীয় প্যারা শাটলার সুহাস এল ইয়াথিরাজের (Suhas L Yathiraj) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মোদী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

2 / 4
 টোকিওর মঞ্চে ভারতের প্যারা অ্যাথলিটদের লড়াইয়ের কথা তাঁদের মুখ থেকেই শুনলেন মোদী।(সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিওর মঞ্চে ভারতের প্যারা অ্যাথলিটদের লড়াইয়ের কথা তাঁদের মুখ থেকেই শুনলেন মোদী।(সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

3 / 4
 টোকিওর মঞ্চে ভারতকে অভাবনীয় সাফল্য এনে দেওয়া কৃষ্ণ-সুমিতদের সঙ্গে আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিওর মঞ্চে ভারতকে অভাবনীয় সাফল্য এনে দেওয়া কৃষ্ণ-সুমিতদের সঙ্গে আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

4 / 4
Follow Us: