হিন্দু শাস্ত্র অনুসারে, শিবের মূর্তি খুব পরিষ্কার ও সাধারণ। মাথায় রয়েছে জটা ও চন্দ্র, গলায় রুদ্রাক্ষের মালা, সর্প, হাতে ডমরু আর ত্রিশূল আর পরে থাকে একটুকরো বাঘছাল। মহাদেবের পরম ভক্ত সর্পের অলঙ্কার হিসেবে অন্যতম ভূমিকা ও অবদান রাখে। সর্বত্র তাঁর গলায় বাসুকি সাপ জড়িয়ে রাখেন। কিন্তু মহাদেবের গলায় হঠাত্ করে সাপ জড়িয়ে থাকে কেন, তা জানার কৌতূহল রয়েছে অনেকের।