Vivo ভারতে সদ্য় Vivo T2 স্মার্টফোনটি লঞ্চ করেছে। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই ফোনটি। এই ফোনটি 2022-এ লঞ্চ হওয়া Vivo T1-এর অপডেটেড ভার্সন। মিড-রেঞ্জের এই ফোনে দুর্দান্ত সব ফিচার রয়েছে।
কিন্তু এই ফোন দু'টির মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে। এখানেই শেষ নয়। আপনার মনে হতে পারে নতুন ফোনটি আপডেটেড ভার্সন হওয়ায় তাতে আগের ফোনের মতোই সব ফিচার রয়েছে। কিন্তু না, এই Vivo T2 স্মার্টফোনটিতে কোম্পানি অনেক নতুন ফিচার যুক্ত করেছে।
মিড-রেঞ্জের Vivo স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলে, যা কোম্পানির Funtouch OS 13-এর সঙ্গে চলে। স্মার্টফোনটি হাইব্রিড ডুয়াল সিম সাপোর্ট করে এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
তাহলে এখন প্রশ্ন হল আপনার কোন ফোনটি কেনা উচিত? এখানে দু'টি ফোনের মধ্য়ে পার্থক্য করে দেখানো হল। যাতে আপনি খুব সহজেই বুঝতে পারন, কোন ফোনটি আপনার জন্য সেরা হবে।
Vivo T2 তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। আর Vivo T1 এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo T2-এ একটি 6.38-ইঞ্চি (2400×1080 pixels) ফুল HD+ ডিসপ্লে রয়েছে। সেখানে Vivo T1-এ রয়েছে 6.58-ইঞ্চি (2408×1080 পিক্সেল) ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বললে, Vivo T2 ফোনটিতে Android 13 ব্য়বহার করা হয়েছে। আর Vivo T1-এ Android 11 রযেছে। যদি প্রসেসরকে গুরুত্ব দিতে চান, তাহলে আপনার Vivo T2 ফোনটি পছন্দ হবে। ফোনটি সদ্য লঞ্চ হওয়ায় এতে আপডেটেড ভার্সন রয়েছে।
এই দু'টি স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল ব্যাটারির ক্ষমতা। Vivo T2 ফোনটি 4,500 mAh ব্যাটারি এবং 44W দ্রুত চার্জিং সাপোর্ট করে। আর Vivo T1-এ 18W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এতে একটি 5,000 mAh ব্যাটারি প্যাক রয়েছে।
অবশেষে যদি দামের কথা বলে যায়, তবে Vivo T2 ফোনটির দাম 18,999 টাকা। আর Vivo T1-এর দাম 15,999 টাকা। নতুন ফোনটি কিনতে গেলে আপনাকে 3 হাজার টাকা বেশি খরচ করতে হবে।