Movies on Share Market: শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করছেন? এই ছবিগুলি দেখতে একদম ভুলবেন না
Movies on Share Market: শেয়ার বাজারের লাভ-ক্ষতির ঝুঁকি, ভাল-খারাপের দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত সিনেমাগুলিকে। রয়েছে কিছু বাস্তব ঘটনার প্রতিচ্ছবিও।
কলকাতা: মধ্যবিত্ত জীবনের ঘানি টানতে হাঁপিয়ে উঠে অনেকেই আজকাল বাড়তি উপার্জনের রাস্তা খুঁজে চলেছে প্রতিনিয়ত। কেউ ঘুরছেন শেয়ার বাজারের (Share Market Investment) অলিগলিতে, কেউ আবার মিউচুয়াল ফান্ডের দোরগড়ায় কড়া নাড়ছেন। কিন্তু, কোথায় বিনিয়োগ করলে সহজে উঠে আসতে পারে ভাল লাভ তা বুঝতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন অনেকে। অনেকে আবার অল্প বুঝে বড় লাভের হাতছানিতে সর্বস্ব খুইয়ে পথেও বসছেন। সাম্প্রতিককালে এই শেয়ার বাজারের উপর নির্ভর করে বেশ কয়েকটি ছবি বিনোদন দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছে। মূলত, শেয়ার বাজারের লাভ-ক্ষতির ঝুঁকি, ভাল-খারাপের দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত সিনেমাগুলিকে। রয়েছে কিছু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। যা পদে পদে যে কোনও সময় টক্কর দিতে পারে রহস্য-রোমাঞ্চকর ছবিকেও।
Bazaar
২০১৮ সালে সইফ আলি খান অভিনীত ছবি বক্স অফিসে তেমন সাফল্যের মুখ না দেখলেও শেয়ার বাজারের ওঠা-পড়ার উপর এই ছবি বিনিয়োগকারীদের মধ্যে বেশ ভালই প্রভাব ফেলেছিল। তাই ভারতীয় শেয়ার মার্কেট নিয়ে আগ্রহ থাকলে এই ২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবি আপনি দেখতেই পারেন।
The Big Bull
অভিষেক অভিনীত The Big Bull ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। একটা ছোট ব্রোকারেজ কোম্পানির স্টক ব্রোকার হেমন্ত সাহার জীবনের উত্থান নিয়ে এগোতে থাকে ছবির গল্প। এই হেমন্ত কীভাবে ব্যাঙ্কের অন্ধকার গলিকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটের হাত ধরে ফুলেফেঁপে ওঠেন তাই দেখানো হয় এই ছবিতে।
Corporate
২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় বিপাশা বসুকে। মধুর ভান্ডারকরের এই ছবিও শেয়ার মার্কেটের আধারে তৈরি। কীভাবে শেয়ার মার্কেট চলে, কোন বিনিয়োগে ঝুঁকি বেশি, কোথায় বা লাভ, সবই রয়েছে এই ছবিতে। এ ছবি দেখলে শেয়ার মার্কেট সম্পর্কে বিশদে অনেক জ্ঞান আহরোন করা সম্ভব।
Gafla
২০০৬ সালে এই ছবিটিও মুক্তি পায়। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া এই ছবি দেশের শেয়ার বাজারের অন্ধকার গলিপথের নানা বিষয় নিয়ে তৈরি। শেয়ার বাজারে বিনিয়োগ শুরুর পূর্বে এই ছবি দেখলে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সহজেই অবগত হওয়া যায়।
Scam 1992
সাম্প্রতিককালে ভারতে মুক্তি পাওয়া সর্বাধিক চর্চিত ওয়েব সিরিজগুলির তালিকায় সর্বাধিক উপরের দিকে থেকে Scam 1992. হনসল মেহেতা পরিচালিত এই সিরিজে শেয়ার বাজারে হর্ষদ মেহেতার যাত্রা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে তিনি দুর্নীতির জালে জড়াতে জড়াতে ব্যাঙ্কিং ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিলেন তা বিশদে দেখানো হয়েছে।