Asia Cup 2023 Fixture: কবে, কোন ম্য়াচ দেখবেন এশিয়া কাপে? দাগিয়ে রাখুন ক্যালেন্ডারে

Asia Cup Fixture 2023: ভারতের সবচেয়ে চিন্তার জায়গা মিডল অর্ডার। পাকিস্তান টিম কি তৈরি? এশিয়ার অন্যান্য টিমগুলো বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত? উত্তর খুঁজতে চোখ রাখতে হবে এশিয়া কাপে। কবে শুরু টুর্নামেন্ট?

Asia Cup 2023 Fixture: কবে, কোন ম্য়াচ দেখবেন এশিয়া কাপে? দাগিয়ে রাখুন ক্যালেন্ডারে
কবে, কোন ম্য়াচ দেখবেন এশিয়া কাপে? দাগিয়ে রাখুন ক্যালেন্ডারেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 9:30 AM

কলকাতা: বিশ্বকাপের (World Cup 2023) আগে কতটা প্রস্তুত রোহিত শর্মার (Rohit Sharma) ভারত? সাদা বলের ফর্ম্য়াটে গত কয়েক বছর দারুণ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের কালো ঘোড়া ধরা যায় বাবর আজমের টিমকে? গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান কি ৫০ ওভারের ফর্ম্যাটের জন্য ঘর গুছিয়ে নিতে পেরেছে? এশিয়ান ছোট টিমগুলো কি ক্রমশ সাবালক হয়ে উঠছে? একগুচ্ছ প্রশ্নের উত্তর মিলবে এশিয়া কাপে (Asia Cup 2023)। পাকিস্তান আয়োজক হলেও তাদের ঘরের মাঠে সব ম্যাচ হবে না। ভারত ওই দেশে গিয়ে খেলতে রাজি নয়। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরামর্শে হাইব্রিড মডেল বেছে নিয়েছে পাকিস্তান। সেই মডেল কি আদৌ গ্রহণযোগ্য হবে আগামী দিনে? সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে। কবে থেকে শুরু এশিয়া কাপ? কোন ম্য়াচে রাখতে হবে নজর? TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে মিলবে সব উত্তর।

এক নজরে এশিয়া কাপের সূচি…

  • ৩০ অগস্ট, পাকিস্তান বনাম নেপাল (দুপুর ৩টে থেকে)
  • ৩১ অগস্ট, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুপুর ৩টে থেকে)
  • ২ সেপ্টেম্বর, ভারত বনাম পাকিস্তান (দুপুর ৩টে থেকে)
  • ৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম আফগানিস্তান (দুপুর ৩টে থেকে)
  • ৪ সেপ্টেম্বর, ভারত বনাম নেপাল (দুপুর ৩টে থেকে)
  • ৫ সেপ্টেম্বর, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (দুপুর ৩টে থেকে)
  • ৬ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ৯ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ১০ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ১২ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ১৪ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ১৫ সেপ্টেম্বর, সুপার ফোর (দুপুর ৩টে থেকে)
  • ১৭ সেপ্টেম্বর, ফাইনাল (দুপুর ৩টে থেকে)

ভারতীয় টিমকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন। রোহিত শর্মারা সাদা বলের ফর্ম্যাটে যথেষ্ট ভালো পারফর্ম করলেও ৪ ও ৫ নম্বর জায়গাটা বেশ নড়বড়ে। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের দীর্ঘমেয়াদি চোটের কারণে ভুগতে হয়েছে টিমকে। শ্রেয়স চোট থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু রাহুলকে নিয়ে রয়েছে এখনও অনেক প্রশ্ন। তিনি যদি ফিট না হতে পারেন, তা হলে কম্বিনেশন বদলাতে হবে রোহিতদের। ৪ ও ৫ নম্বরে তখন কে ব্যাট করবেন, সেই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে টিমকে। এতেই শেষ নয়, পেস বোলাররাই আগামী তিন মাস ফোকাসে থাকবেন। কিন্তু ভারতের পিচে স্পিনাররাও যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়ে থাকেন। রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের নেওয়া হয়েছে এশিয়া কাপের টিমে। যদি তাঁরা কার্যকর হতে না পারেন, তা হলে কি ফেরানো হবে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন জাডেজাকে?

এত প্রশ্নের উত্তর যেমন খোঁজা হবে, তেমনই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর কাজটাও সেরে নেবে টিমগুলো। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে বাবর আজম, শাহিন শা আফ্রিদিরা শানিয়ে নেবেন নিজেদের। বিশ্বকাপের জন্য।