India vs West Indies Highlights, 1st T20 2023: হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের
India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
ত্রিনিদাদ: টেস্ট, ওডিআই সিরিজের পর এ বার ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি টি-২০ সিরিজে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজে নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই ম্যাচ মেন ইন ব্লুর জন্য় ছিল বিশেষ। কারণ, ভারতীয় দল ২০০তম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত শেষ ওডিআই জিতে সিরিজও জিতেছিল। যদিও টি-টোয়েন্টি সিরিজ শুরু হল হার দিয়ে। ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিল। ১৬তম ওভারে হার্দিক-সঞ্জু ফিরতেই বিপর্যয়। অভিষেকে নজর কাড়লেন মুকেশ কুমার, তিলক ভার্মা। মিডল অর্ডার ব্যাটার অনবদ্য ইনিংস খেলেন। যদিও দল জিতল না। মাত্র ৪ রানে হার। সিরিজে পিছিয়ে পড়ল ভারতীয় দল। ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates
-
বিশ্বাস করাই যেন কঠিন!
- ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৫০।
- তারকাখচিত ব্যাটিং লাইন আপ
- পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৪৫ রান ভারতের।
- ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে জেসন হোল্ডার।
- হার্দিককে ফেরান হোল্ডার, সঞ্জু রানআউট।
- এই ওভারেই ম্যাচের রং বদলায়।
- শেষ অবধি ৩ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
-
১২-২১
শেষ দু ওভারে ২১ রান চাই ভারতের। ১৬তম ওভারে জোড়া উইকেটে চাপ বেড়েছিল। ভরসা ছিলেন অক্ষর প্যাটেল। ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেল ফিরলেন। আশা কমছে ভারতের।
-
-
আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগত
কেরিয়ারে প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। সরাসরি একাদশে তিলক ভার্মা। প্রথম ম্যাচে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে আইপিএল থেকে উঠে আসা অন্যতম সেরা প্রতিভা।
-
শুভ-সূচনা হল না
বাঁ হাতি স্পিনারের বোলিংয়ে ফিরলেন শুভমন। স্টেপ আউট করে বড় শট নিয়ে গিয়েছিলেন। সময় মতো ফিরতে পারেননি।
-
এক নজরে
- টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ।
- যুজবেন্দ্র চাহালের দারুণ শুরু।
- ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে নজর কাড়লেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল।
- ইনিংসের শেষ দু ওভারে অনবদ্য বোলিং অর্শদীপ সিং ও মুকেশ কুমারের।
- নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে ১৪৯ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।
-
-
জোড়া ধাক্কা
স্লগ ওভারে অনবদ্য অর্শদীপ। ১৯তম ওভার শুরু করেছিলেন হেটমায়ারের উইকেট দিয়ে। শেষ বলে রোভম্যান পাওয়েলের উইকেট।
-
পাওয়ারফুল পাওয়েল
যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে পাওয়ারফুল হিট রোভম্যান পাওয়েলের। ক্যাপ্টেন্স ইনিংস খেলছেন।
-
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৫ ওভার বাকি
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। এই ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে রয়েছেন রোভম্যান পাওয়েল এবং শিমরন হেটমায়ার।
-
পুরান-পাওয়েল জুটি ভাঙলেন হার্দিক
পুরান-পাওয়েল জুটি ভাঙলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ছন্দে থাকা পুরান ফিরলেন ৩৩ বলে ৪১ রান করে।
-
ক্যাচ মিস
১৩.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলের ক্যাচ মিস করলেন শুভমন গিল।
-
ইনিংসের মাঝপথে ক্যারিবিয়ানরা
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। ইনিংসের মাঝপথে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
-
জনসন আউট
জনসন চার্লসের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়লেন জনসন চার্লস। ভারতীয় জার্সিতে ডেবিউ ম্যাচ খেলতে নামা তিলক ভার্মা দারুণ ক্যাচ নেন। ডিপ স্কোয়ার লেগ থেকে ছুটে এসে ক্যাচ তালুবন্দি করেন তিলক।
-
পাওয়ার প্লে শেষ
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-তে দুই দলই ভালো খেলেছে। একদিকে ৫৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ২টি উইকেটও হারিয়ে ফেলেছে তারা। ভারতকে জোড়া উইকেট এনে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
-
৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪০/২
ক্যারিবিয়ানদের ৫ ওভারের খেলা শেষ। ইনিংসের প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
-
মেয়ার্সের পর কিংকে ফেরালেন চাহাল
জোড়া উইকেট হারাল ক্যারিবিয়ানরা। কাইল মেয়ার্সের পর ব্রেন্ডন কিংকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১৯ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন কিং। রিভিউ নিয়েছিলেন কিং। কিন্তু কোনও লাভ হয়নি।
-
আউট মেয়ার্স
প্রথম উইকেট হারাল ক্যারিবিয়ানরা। আউট কাইল মেয়ার্স। ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যুজবেন্দ্র চাহাল। ৭ বলে ১ রান করে মাঠ ছাড়লেন মেয়ার্স।
-
ক্যারিবিয়ানদের ইনিংস শুরু
ক্যারিবিয়ানদের ইনিংস শুরু হল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে নামলেন কাইল মায়ার্স ও ব্রেন্ডন কিং। নতুন বলে শুরু করলেন অর্শদীপ সিং।
-
টস এবং দুই দলের একাদশ…
আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ। টস আপডেট-সহ দুই দলের একাদশ জানার জন্য —
পড়ুন বিস্তারিত – IND vs WI, 1st T20: টিম ইন্ডিয়ার মাইলফলক ম্যাচে ভারতীয় শিবিরে জোড়া অভিষেক
-
টস আপডেট
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।
-
ভারতীয় দলে জোড়া অভিষেক
ভারতের হয়ে আজ জোড়া অভিষেক হল। মুকেশ কুমার ও তিলক ভার্মার। এই ক্যারিবিয়ান সফরে তিনটি ফর্ম্যাটে ডেবিউ হয়ে গেল মুকেশ কুমারের।
Two debutants for #TeamIndia today.
Tilak Varma and Mukesh Kumar are all set to make their T20I debuts for India ??
Go well, boys.#WIvIND pic.twitter.com/o5nMrKycvB
— BCCI (@BCCI) August 3, 2023
-
IND vs WI, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যে রেকর্ডগুলি গড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা, জেনে নিন—
পড়ুন বিস্তারিত – IND vs WI, 1st T20: ইতিহাসের সামনে হার্দিক, রইল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ তে সম্ভাব্য রেকর্ডের তালিকা
-
রইল IND vs WI প্রথম টি-টোয়েন্টি প্রিভিউ
আজ রাত ৮টা নাগাদ শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে TV9Bangla Sports এর এই প্রিভিউ পড়ে নিন —
পড়ুন বিস্তারিত – India vs West Indies 2023: দেশের ডাবল সেঞ্চুরির মাইলফলকের ম্যাচে আজ শুরু মিশন-ভিশন ২০২৪
-
হেড টু হেড
হেড টু হেড – টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৭টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
-
ভারতের মাইলফলক ম্যাচ
আজ, ভারতীয় টিম ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে। ভারতের থেকে একমাত্র পাকিস্তান ২০০-র বেশি ম্যাচ খেলেছে। পাকিস্তান এখনও এবধি ২২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
-
১ ঘণ্টা পর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০
অপেক্ষার আর ১ ঘণ্টা। তারপর ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।
It's Match Day!#TeamIndia is all set to play their 200th T20I today!#WIvIND pic.twitter.com/0YICLLrbV5
— BCCI (@BCCI) August 3, 2023
Published On - Aug 03,2023 7:00 PM