India vs West Indies, 2nd T20, Highlights: ৭ বল বাকি থাকতেই ২ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
গায়ানা: টেস্ট এবং ওডিআই সিরিজের পর এখন ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ চলছে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সিরিজে সমতা ফেরানোয় নজর ছিল ভারতের। যদিও তা হল না। ফের এক বার ব্যাটিংয়ে ভরাডুবি। টানা দু-ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের। ২০১৬ সালের পর এই প্রথম ভারতকে টানা দুটি টি-টোয়েন্টিতে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
ওয়েস্ট ইন্ডিজের নজির
সেই ২০১৬ সালের পর ভারতকে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হারাল ওয়েস্ট ইন্ডিজ। পড়ুন বিস্তারিত রিপোর্ট: সাত বছর পর প্রথম বার, ভারতের লজ্জার হার
-
মুকেশের অনবদ্য ওভার
স্লগ ওভারে দারুণ বোলিং মুকেশ কুমারের।
-
-
টি-টোয়েন্টিতে প্রথম
দেশের হয়ে টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম উইকেট মুকেশ কুমারের। বিধ্বংসী নিকোলাস পুরানকে ফেরালেন তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের চাই ৩৬ বলে মাত্র ২৭ রান।
-
পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-তে ৬ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে নিকোলাস পুরান। ২২ বলে ৪২ রানে ক্রিজে পুরান। পাওয়ার প্লে-শেষ হতেই আক্রমণে যুজবেন্দ্র চাহাল।
-
রিস্ট স্পিন
পাওয়ার প্লে-র শেষ ওভার। স্পিন আক্রমণ। বোলিংয়ে রবি বিষ্ণোই।
-
-
ঝড় থামল
কাইল মেয়ার্স-নিকোলাস পুরান সাময়িক ঝড় থামল। মেয়ার্সকে ফেরালেন অর্শদীপ।
-
অর্শদীপের বিধ্বংসী শুরু
প্রথম ওভারে জোড়া উইকেট নিয়েছেন হার্দিক। অর্শদীপও দারুণ শুরু। সুইং আদায় করে নিচ্ছেন। লেগ বিফোরের আবেদন করেছিলেন। আম্পায়ার আউটও দেন। রিভিউতে দেখা যায়, বল উইকেট মিস করছে।
-
সুইং…
উইকেট নিয়ে ওভার শুরু করেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চতুর্থ বলে ফের উইকেট। জনসন চার্লসের ক্যাচ নিলেন তিলক ভার্মা। টি-টোয়েন্টি ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার প্রথম ওভারে জোড়া উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
-
প্রথম বলেই উইকেট
অনবদ্য শুরু। প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফেরালেন হার্দিক পান্ডিয়া। শর্ট এক্সট্রা কভারে ক্যাচ সূর্যকুমার যাদবের।
-
ভারতের ইনিংস শেষ
- নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তুলল ভারত।
- টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন তিলক ভার্মা (৫১)।
- ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন ঈশান কিষাণ (২৭)।
- ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ, আকিল হোসেন ও রোমারিও শেফার্ড।
- ক্যারিবিয়ানদের এই টি-২০ সিরিজে আরও এগিয়ে যাওয়ার জন্য তুলতে হবে ১৫৩ রান।
-
হার্দিক আউট
হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। ১৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।
-
হাফসেঞ্চুরির পরই আউট তিলক
পঞ্চম উইকেট হারাল ভারত। হাফসেঞ্চুরির পরই আউট তিলক ভার্মা। আকিল হোসেন ক্যারিবিয়ানদের এনে দিলেন পঞ্চম উইকেট। ৫১ রান করে মাঠ ছাড়লেন তিলক।
-
হাফসেঞ্চুরি তিলকের
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তিলক ভার্মার। ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিলক।
-
তিলকের ক্যাচ মিস
৩২ রানের মাথায় দ্বিতীয় সুযোগ পেলেন তিলক ভার্মা। ক্যাচ মিস করলেন ক্যারিবিয়ান তারকা।
-
সঞ্জু আউট
সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিলেন আকিল হোসেন। ৭ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল মেন ইন ব্লু।
-
ইনিংসের মাঝপথে মেন ইন ব্লু
ইনিংসের মাঝপথে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। প্রথম ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত। ক্রিজে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন।
-
শেফার্ড ফেরালেন ঈশানকে
২৭ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। ভারতীয় উইকেট কিপার-ব্যাটার ঈশানকে ক্লিন বোল্ড করলেন রোমারিও শেফার্ড।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-তে সফল ওয়েস্ট ইন্ডিজ।
- ভারতের প্রথম ৬ ওভারের মধ্যে ২টি উইকেট তুলে নিয়েছেন ক্যারিবিয়ানরা।
- শুভমন গিলের উইকেট তুলে নিয়েছেন আলজারি জোসেফ।
- রান আউট হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।
- ক্রিজে এখন ঈশান কিষাণ ও তিলক ভার্মা।
- ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে ভারত।
- পাওয়ার প্লে-তে মোট ২২ টি ডট বল খেলেছেন ভারতের ক্রিকেটাররা।
-
৫ ওভারে ভারত ২৮/২
টিম ইন্ডিয়ার ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে ভারত।
-
ছক্কা হাঁকালেন তিলক
ক্রিজে তিলক ভার্মা ও ঈশান কিষাণ। ৪.৪ ওভারে জেসন হোল্ডারের বলে ছক্কা হাঁকালেন তিলক ভার্মা।
-
রান আউট স্কাই
১৮ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন। রান আউট হয়ে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব। ৫০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন স্কাই।
-
৩ ওভারে ভারত ১৭/১
ভারতের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। স্কোরবোর্ডে ভারত তুলেছে ১৭ রান।
-
শুভমন আউট
শুভমন গিলের উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন শুভমন গিল।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার ইনিংস শুরু। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নতুন বলে শুরু করছেন ওবেদ ম্যাকয়। প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন ঈশান। অল্পের জন্য ক্যাচ মিস করেন ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল।
-
দুই দলের একাদশ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০-তে টস ও একাদশ আপডেট…
পড়ুন বিস্তারিত – IND vs WI, 2nd T20: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিকের, একাদশে একটি পরিবর্তন
-
টস আপডেট
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
মাইলস্টোন অ্যালার্ট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন।
-
সিরিজে সমতা ফেরানোর জন্য মুখিয়ে মেন ইন ব্লু
৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরেছিল ভারত। আজ, রবিবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামবে।
?Guyana
Second #WIvIND T20I coming up ?⏳#TeamIndia pic.twitter.com/Qfdmt0eIP3
— BCCI (@BCCI) August 6, 2023
-
আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০
আর কিছুক্ষণ পর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
Published On - Aug 06,2023 7:00 PM