T20 World Cup 2024: চব্বিশের টি-২০ বিশ্বকাপের আগে মেন ইন ব্লুর টি-টোয়েন্টি সিরিজের সূচি
India Cricket Schedule T20I: বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। সেখানে ভারত ও ক্যারিবিয়ানদের মধ্যে টেস্ট সিরিজের পর এখন চলছে ওডিআই সিরিজ। এরপর শুরু হবে টি-২০ সিরিজ। এখনও অবধি যা পরিস্থিতি তাতে জানা গিয়েছে, ২০২৪ এর টি-২০ বিশ্বকাপের আগে মোট ৫টি দেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত।
কলকাতা: চলতি বছরে ৫০ ওভারের বিশ্বকাপ (Cricket World Cup) হবে ভারতে। আগামী বছর অর্থাৎ ২০২৪ এ হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মোট ১০টি ভেনুতে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারত তো বটেই, এ ছাড়া একাধিক দেশে এখন আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে আলোচনা চলছে। তারই মাঝে জানা গিয়েছে আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন অবধি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে অবধি মেন ইন ব্লু ক’টি টি-টোয়েন্টি সিরিজে খেলবে।
বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। সেখানে ভারত ও ক্যারিবিয়ানদের মধ্যে টেস্ট সিরিজের পর এখন চলছে ওডিআই সিরিজ। এরপর শুরু হবে টি-২০ সিরিজ। এখনও অবধি যা পরিস্থিতি তাতে জানা গিয়েছে, ২০২৪ এর টি-২০ বিশ্বকাপের আগে মোট ৫টি দেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত।
এক ঝলকে দেখে নিন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার টি-২০ সিরিজের সূচি —
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এই সিরিজ অনুষ্ঠিত হবে ৩-১৩ অগস্ট।
- ক্যারিবিয়ান সফরের পর আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ১৮-২৩ অগস্টের মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
- চলতি বছরের ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অবধি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত।
- এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় যাবে ভারতীয় দল। ১০-১৪ ডিসেম্বরের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের টি-২০ সিরিজ হবে।
- ২০২৪ সালের জানুয়ারিতে ভারত সফরে আসবে আফগানিস্তান। সেই সফরে ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে ৩টি ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ হবে।