WTC Final 2023 : ওভালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, চতুর্থ দিনের খেলা ভেস্তে যাবে?
London Weather : দিন লন্ডনের স্থানীয় সময় দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ।
লন্ডন: প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC Final 2023) বিঘ্ন ঘটায় বৃষ্টি। সাউদাম্পটনে বৃষ্টি ব্যাঘাতে ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। ওভালেও কি দু বছর আগে স্মৃতি ফিরে আসবে? লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আজ শনিবার ‘দ্য আল্টিমেট টেস্ট’-এর চতুর্থ দিন। ভারতীয় দল প্রথম দিন থেকেই পিছিয়ে। ব্যাটে অজিঙ্ক রাহানে, বল হাতে রবীন্দ্র জাডেজা পাল্টা জবাব না দিলে লড়াই করার জোরটুকুও হারিয়ে ফেলত ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ২৯৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিনের শেষ পর্যন্ত কামিন্সদের খাতায় উঠেছে ১২৩ রান। অস্ট্রেলিয়ার লিড ২৯৬ রান। এই পরিস্থিতিতে শনিবার ওভালে বৃষ্টির পূর্বাভাস। তাহলে কি ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়াবে রিজার্ভ ডে-তে। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
কী বলেছে লন্ডনের আবহাওয়া দফতর? এদিন লন্ডনের স্থানীয় সময় দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। শিলাবৃষ্টিও হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির জন্য ম্যাচ থমকে থাকতে পারে। রবিবার অর্থাৎ পঞ্চম দিনেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। গতবার সাউদাম্পটনে বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা একেবারে ভেস্তে গিয়েছিল। যে কারণে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। এ বার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে যদি কিছু ওভার নষ্ট হয় বা অতিরিক্ত সময় খেলিয়েও যদি পাঁচ দিনে ম্যাচের ফয়সালা না হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে তো রয়েছেই। তবে বিশেষজ্ঞদের ধারণা ম্যাচের যা অবস্থা তাতে বৃষ্টি বাধা সৃষ্টি করলেও পাঁচদিনে ফয়সালা হয়ে যাবে। চতুর্থ দিনের প্রথম সেশনটা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য রোহিতদের। অজিদের ব্যাটিং বিপর্যয় হলে দ্বিতীয় ইনিংসে ব্যর্থতা ঝেড়ে ফেলার সুযোগ থাকবে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের সামনে।
পঞ্চম দিনে বৃষ্টির বেগ আরও বাড়বে। ১১ জুন ওভালে সারাদিন ধরেই বৃষ্টির ভ্রুকুটি। তারপরের কয়েকটি দিনেও এভাবেই বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।