Rohit Sharma: হিটম্যানের সাম্রাজ্যের প্রসার! আমেরিকায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করছেন রোহিত শর্মা
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা (USA)। তাই সে দেশে ক্রিকেটের একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে তিনি হিটম্যান বলে পরিচিত। ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাম্রাজ্যের প্রসার হচ্ছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা (USA)। তাই সে দেশে ক্রিকেটের একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এ বার আমেরিকাতেই ডালপালা মেলল রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি (Cricket Academy)। ‘ক্রিকিংডম’ নামের ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে রোহিত শর্মার। সিঙ্গাপুর এবং জাপানে রোহিতের এই ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। এ বার আমেরিকাতেও তৈরি হচ্ছে রোহিতের ‘ক্রিকিংডম’ ক্রিকেট অ্যাকাডেমি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজের অংশ ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ জেতে ভারত। তারপর তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে রোহিত নেতৃত্ব দেন। সেই ম্যাচও জিতেছিল ভারত। এর পরের ২টি ওডিআইতে তাঁকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। শেষ অবধি সেই সিরিজ ২-১ ব্যবধানে জেতে টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি নেই। বর্তমানে বিশ্রামে রয়েছেন ভারত অধিনায়ক। এ বার হিটম্যানকে ২২ গজে দেখা যাবে এশিয়া কাপে। তার আগে রোহিতকে দেখা গেল আমেরিকায়। সেখানে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হবে। তার জন্যই এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আমেরিকার মানুষজন রোহিতকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
Rohit Sharma’s craze in USA…!!!
A great fan following for Hitman. pic.twitter.com/IpXMHrqWUe
— Johns. (@CricCrazyJohns) August 6, 2023
He’s here! Woo hoo! #RohitSharma? #Cricket #TeamIndia #BayArea pic.twitter.com/L3SahNXtid
— Raghav Nelli (@rnelli) August 5, 2023
সম্প্রতি আমেরিকায় প্রথম বারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজিত হয়েছিল। তার নাম মেজর লিগ ক্রিকেট। এই টুর্নামেন্টের প্রথম খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। তাই তার আগে সে দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার কাজ করল এমএলসি। সম্প্রতি আমেরিকায় রোহিত তাঁর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার জন্য যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে জানিয়েছেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় অনুষ্ঠিত হবে। তাই সেখানে তিনি আবার আসার জন্য প্রস্তুত।