Sourav Ganguly : সিএবির গঠিত বিশ্বকাপ কমিটিতে সৌরভ

CAB : ওডিআই বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করবে সিএবি। গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে।

Sourav Ganguly : সিএবির গঠিত বিশ্বকাপ কমিটিতে সৌরভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 12:21 PM

কলকাতা : বিশ্বকাপের জন্য বিশেষ কমিটি গঠন সিএবির (CAB)। ১২ সদস্যের সেই কমিটিতে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত। আয়োজক কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানান সৌরভ (Sourav Ganguly)। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ হবে। সেই জন্যই বিশ্বকাপের কমিটিতে শুরু থেকেই সৌরভকে রাখার সিদ্ধান্ত নেয় সিএবি। অবশেষে সিএবির প্রস্তাবে সায় দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ ছাড়াও ১২ জনের কমিটিতে আছেন অভিষেক ডালমিয়া। দীর্ঘদিন সিএবির প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ টি ২০ বিশ্বকাপের সময় সিএবির সচিব ছিলেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বা সিএবির কোনও পদে নেই। তবে বিশ্বকাপের জন্য বাংলা ক্রিকেট সংস্থার গঠিত কমিটিতে সৌরভকে থাকার অনুরোধ করা হয়। কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকাটা সিএবিকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। শোনা যাচ্ছিল, সরকারি ভাবে না থাকলেও সৌরভের মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। যদিও তার প্রয়োজন পড়ছে না। ১২ সদস্যের কমিটিতে রয়েছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট। ওডিআই বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করবে সিএবি। গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের এই মহাযজ্ঞ সুষ্ঠভাবে উতরে দিতে কমিটি গঠন করা হয়েছে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা ক্রিকেট সংস্থার।