Team India: ‘এত সাধারণ দল!’ কেন প্রসাদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট টিম?

India vs West Indies: ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। সিরিজে আপাতত ২-০ এগিয়ে রোভম্যান পাওয়েলরা। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে হেরেছিল ভারত। এ বার হার্দিক অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন বেঙ্কটেশ প্রসাদ।

Team India: 'এত সাধারণ দল!' কেন প্রসাদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট টিম?
'এত সাধারণ দল!' কেন প্রসাদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট টিম?Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 12:54 PM

গায়ানা: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মেন ইন ব্লু-র হলটা কী? এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। ভারতীয় শিবিরের ব্যাটিং বিপর্যয় বিরাট প্রভাব ফেলেছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ ম্যাচের ফলাফলে। যার ফলে ৭ বছর পর টানা দুই ম্যাচে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার এমন অবস্থা মোটেও ভালোভাবে নিচ্ছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। তিনি এই ভারতীয় টিমকে (Team India) ‘সাধারণ দল’ বলতেও পিছপা হননি। হঠাৎ কেন প্রসাদের তোপের মুখে ভারতীয় টিম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। সিরিজে আপাতত ২-০ এগিয়ে রোভম্যান পাওয়েলরা। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে হেরেছিল ভারত। এ বার হার্দিক অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন বেঙ্কটেশ প্রসাদ। তিনি পরিষ্কার জানিয়েছেন, টি-২০ ফর্ম্যাটে ভারতের এমন ফর্ম তাঁকে রীতিমতো ভাবাচ্ছে।

আজ, সোমবার ৭ অগস্ট বেঙ্কটেশ টুইটারে লিখেছেন, ‘এত সাধারণ দল! ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের পর আইপিএল শুরু হয়েছিল। এরপর আমরা ৭ বারের চেষ্টায় টি-২০ বিশ্বকাপ জিততে পারিনি। শুধুমাত্র ১ বার ফাইনালে গিয়েছি। জয়ের খিদেটা আরও বেশি হওয়া দরকার।’

তিনি আরও লেখেন, ‘গতকাল যুজি ১৬তম ওভারে ২ উইকেট নিল। তারপর ও ভারতকে ম্যাচে ফেরাল। সেটা ওর তৃতীয় ওভার ছিল। ওয়েস্ট ইন্ডিজের তখন অষ্টম উইকেটের পতন হয়। এরপর আর ও বল করল না। এবং ওয়েস্ট ইন্ডিজের ৯ নম্বরে ও ১০ নম্বরে নামা ক্রিকেটাররা পেসারদের বল সহজেই মোকাবিলা করল। এমন পরিস্থিতিতে স্মার্ট সিদ্ধান্ত নিতে হয়।’ এর থেকেই পরিষ্কার যে, হার্দিকের শেষ ওভারে পেসার মুকেশ কুমারকে পাঠানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভেঙ্কটেশ প্রসাদ।