Virat Kohli: বিরাট কি বলির পাঁঠা, চরম বিতর্ক তুলে দিলেন কে?

Virat Kohli: ২০০৭ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরকে ঘিরে সেই বিতর্ক এখনও ভোলেনি ক্রিকেট দুনিয়া। সচিনকে ৪ নম্বরে খেলিয়ে বিপাকে পড়েছিল ভারত। বিরাট কোহলিকেও কি তেমনই বলির পাঁঠা করা হচ্ছে?

Virat Kohli: বিরাট কি বলির পাঁঠা, চরম বিতর্ক তুলে দিলেন কে?
সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 8:00 AM

নয়াদিল্লি: ঘরের মাঠে বিশ্বকাপে (World Cup 2023) ভারতের সেরা মুখ কে হতে চলেছেন? যতই রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের ক্যাপ্টেন হোন, চোখ কিন্তু থাকবে বিরাট কোহলিতেই (Virat Kohli)। তার সাফল্যের উপরেই নির্ভর করবে ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা। গত এক দশক ধরে দেশের সেরা ব্যাটার তিনি। সব ফর্ম্যাটেই, বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে নেমে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা সযত্নে করেন। একই সঙ্গে বিপক্ষ শিবিরকে চাপেও রাখেন। ভারতের ওয়ান ডে ইতিহাসে তিন নম্বরে ব্যাট করতে নেমে অন্যতম সফল ব্যাটার বিরাট। ১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ। আবার যদি কাপ জিততে হয়, বিরাটকেই নিতে হবে দায়িত্ব। TV9Bangla Sports বিস্তারিত তুলে ধরল এই প্রতিবেদনে।

এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে সদ্য। বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করে দেবে রোহিতের টিম। কিন্তু তার আগে একটাই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে, ৪ ও ৫এ খেলবেন কারা? প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সহ অনেক প্রাক্তনই যুক্তি দিচ্ছেন, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারের পাশাপাশি বিরাট কোহলিকেও এই জায়গায় খেলানো যেতে পারে। কিন্তু সঞ্জয় মঞ্জরেকর স্পষ্ট বলছেন, বিরাট কোহলিকেই কেন বলির পাঁঠা করা হচ্ছে। তাঁর কথায়, ‘২০০৭ সালে সচিন তেন্ডুলকরের সঙ্গে কী হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। যত ঈশান কিষানদের মতো ব্যাটারদের নিয়ে কথা বলবেন, বিরাট কোহলির ব্যাটিং পজিশন তত পিছিয়ে যাচ্ছে। যেন বিরাটকেই বলির পাঁঠা করা হচ্ছে। যেন চার নম্বরে বিরাটকে খেলালে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

কোন পজিশনে ব্যাট করবেন বিরাট, সেটা ঠিক করবেন খোদ বিরাটই, এমনই বলছেন মঞ্জরেকর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মত, ‘এর আগেও ভারতীয় ক্রিকেট এমন বিতর্ক দেখেছে। ২০০৭ সালের বিশ্বকাপে বীরেন্দ্র শেওয়াগ সহ অনেকেই ফর্মে ছিল। ক্যাপ্টেন রাহুল দ্রাবিড় ও কোচ গ্রেগ চ্যাপেল যে কারণে সচিনকে চারে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারত বিশ্বকাপে ব্যর্থ হয়। সচিনকে ঘিরে ওই সিদ্ধান্ত কিন্তু সেই সময় জ্বলন্ত ইস্যু হয়ে গিয়েছিল। কোথায় ব্য়াট করবে, বিরাট নিজেই ওটা ঠিক করুক। চার নম্বরে ব্যাট করবে কিনা, ওই বলুক। এটা খুব সহজ একটা সমাধান।