ICC World Cup 2023 : রোহিতের ভারতকে বিশ্বকাপের ফাইনালে দেখতে পাচ্ছেন দুই মহাতারকা

Cricket World Cup 2023 : সব মিলিয়ে ১০টা শহরে আয়োজন করা হবে বিশ্বকাপে নানা ম্যাচ। রঙিন ক্রিকেট মেলায় ভারতের মাটিতে শেষ পর্যন্ত কোন টিম হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়ে গেল।

ICC World Cup 2023 : রোহিতের ভারতকে বিশ্বকাপের ফাইনালে দেখতে পাচ্ছেন দুই মহাতারকা
রোহিতের ভারতকে বিশ্বকাপের ফাইনালে দেখতে পাচ্ছেন দুুই মহাতারকা
Follow Us:
| Updated on: Jun 27, 2023 | 3:21 PM

১০ টিমের মহাযুদ্ধ। সব মিলিয়ে দেড় মাসের টুর্নামেন্টে ৪৮টা ম্যাচ। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ১৯ অক্টোবর আমেদাবাদে ফাইনাল। সব মিলিয়ে ১০টা শহরে আয়োজন করা হবে বিশ্বকাপে নানা ম্যাচ। রঙিন ক্রিকেট মেলায় ভারতের মাটিতে শেষ পর্যন্ত কোন টিম হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়ে গেল। বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন থাকবেন আলোচনায়, পাকিস্তানের বাবর আজম, বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, ইংল্যান্ডের বেন স্টোকসরা থাকবেন সমর্থকদের চর্চায়। অলরাউন্ডাররা কি এ বারের বিশ্বকাপে কি-ফ্যাক্টর হবেন? কার ব্যাটে বইবে রানের বন্যা? এমন অনেক প্রশ্ন ঘুরছে। দুই প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপের সূচি মঞ্চে আগাম অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) ও মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) কী বললেন? পড়ে নিন TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

কোন চারটে টিম সেমিফাইনালের টিকিট পেতে পারে?

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বাজি হিসেবে ধরছেন বীরেন্দ্র সেওয়াগ। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে নিয়মিত আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন বেন স্টোকসরা। বীরুর মতোই মুথাইয়া মুরলীধরনেরও বাজি এই চারটে দল।

কে হতে পারেন বিশ্বকাপের টপ স্কোরার?

সেওয়াগ বলছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারদের এগিয়ে রাখতে হবে। বিরাট রানের মধ্যে আছে। রোহিত ভারতের নেতৃত্ব দেবে। ওর ওয়ান ডে ট্র্যাক রেকর্ড বরাবর ভালো। ওয়ার্নারকেও বাদ দেওয়া যাবে না। বিরাট আর রোহিত কিন্তু ৫০০র বেশি রান করতে পারে বিশ্বকাপে।’ মুরলী কিন্তু বলে দিলেন, ‘বিরাটের পাশাপাশি বাবর আজমকে রাখতে হবে। ও যথেষ্ট ফর্মে রয়েছে। আর ইংল্যান্ডের জো রুটকেও রাখতে হবে তালিকায়।’

ভারতীয় উমহাদেশে কারা বল হাতে ধারাবাহিক পারফর্ম করবেন?

সেওয়াগ বললেন, ‘উপমহাদেশের উইকেটের যা চরিত্র তাতে বুমরা, সামি ঘরের মাঠে ওদের সেরাটাই দেবে।’ সেই সঙ্গে মুরলীর যুক্তি, ‘ভারতীয় পিচ থেকে সাহায্য পাবে আদিল রশিদ, রশিদ খানের মতো স্পিনাররা। এটাও মাথায় রাখতে হবে যে, বিশ্বকাপে স্পিনাররা ডমিনেট করবে। ভারতীয় টিমে জাডেজার মতো অভিজ্ঞ স্পিনার থাকাটা গুরুত্বপূর্ণ হতে পারে।’

সচিনের সবচেয়ে বেশি ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন বিরাট?

বীরু বলেন, ‘ভালো ফর্মে থাকলে বিরাট কিন্তু সচিনের রেকর্ডটাও ভেঙে দিতে পারে। তবে উইকেট ছুড়ে এলে চলবে না বিরাট। তবেই সেটা সম্ভব হবে।’

এক বিশ্বকাপে রোহিতের ৫ সেঞ্চুরির রেকর্ড ভাঙা যাবে?

মুরলী বলে দিলেন, ‘এটা বেশ কঠিন কাজ। তবে রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য।’

বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কারা হতে পারে?

মুরলীর বাজি— ভারত ও ইংল্যান্ড। সেওয়াগ আবার বলছেন, ভারত ও অস্ট্রেলিয়া।