Cristiano Ronaldo: তিন পেনাল্টি নাকচ, রেফারির দিকে তেড়ে গেলেন রোনাল্ডো

Al Nassr: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আরব আমিরশাহির দল আল আহলিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আল নাসের। কিন্তু আল নাসেরের হয়ে এই ম্যাচে একটি গোলও করতে পারেননি রোনাল্ডো।

Cristiano Ronaldo: তিন পেনাল্টি নাকচ, রেফারির দিকে তেড়ে গেলেন রোনাল্ডো
Cristiano Ronaldo: তিন পেনাল্টি নাকচ, রেফারির দিকে তেড়ে গেলেন রোনাল্ডো Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 3:59 PM

রিয়াধ: এক, দু’বার নয়, তিন তিন বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পেনাল্টির আবেদন নাকচ করেছেন রেফারি। তাতে কী সিআর সেভেন শান্ত থাকার পাত্র? না তিনি শান্ত থাকেননি। এই ঘটনার পর বেজায় চটে যান পর্তুগিজ সুপারস্টার। কোনও রাখঢাক না করেই মাঠেই রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। আর এই ঘটনা ঘটেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) আল নাসের (Al Nassr) বনাম শাদাব আল আহলি ম্যাচে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আরব আমিরশাহির দল আল আহলিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আল নাসের। কিন্তু আল নাসেরের হয়ে এই ম্যাচে একটি গোলও করতে পারেননি রোনাল্ডো। তিন বার রেফারি তাঁর পেনাল্টির আবেদন খারিজ করায় বরং রেফারির দিকে তেড়ে ফুঁড়ে যান রোনাল্ডো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আল নাসের বনাম শাদাব আল আহলি ম্যাচের প্রথমার্ধে রেফারি রোনাল্ডোর মোট ৩টি পেনাল্টি নাকচ করে দেন। তাতে আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি রোনাল্ডো। ম্যাচের ৯ মিনিটের মাথায় আল আহলির দুই ডিফেন্ডার রোনাল্ডোকে দুই প্রান্ত থেকে ট্যাকেল করেন। তাতে তিনি মনে করেন, তাঁকে ফাউল করা হয়েছে। কিন্তু রেফারি রোনাল্ডোর আবেদনে সাড়া দেননি। এরপর ৪৬ মিনিটে সিআর সেভেনের সাইড ভলি আল আহলির এক ডিফেন্ডারের হাতে লেগে যায়। তাতেও রেফারি পেনাল্টি দেননি। তার মিনিট দু’য়েক পর রোনাল্ডোকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। সে বারও পেনাল্টি দেওয়া হয়নি। তাই রেফারিদের উপর রোনাল্ডোর চিৎকার করতে থাকেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোনাল্ডো রাগ প্রকাশ করতে গিয়ে অপর এক ভিডিয়োতে বলতে থাকেন, ‘ওয়েক আপ, ওয়েক আপ’। যার বাংলা তর্জমা করতে দাঁড়ায়, জেগে ওঠো।

আল আহলির বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পা রাখল তাঁর দল আল নাসের।