Al Nassr : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে রোনাল্ডোর আল নাসের
টুইট করে আল নাসেরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন সেলিব্রেট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রিয়াধ : আরব কাপে চ্যাম্পিয়ন হলেও সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছে আল নাসের। লিগে এখনও পর্যন্ত নড়বড় দেখালেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেল আল নাসের (Al Nassr)। টুইট করে এই সুখবর জানিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions league) প্লে অফে আরব আমিরশাহির দল শাবাব আল আহলির বিরুদ্ধে নেমেছিলেন রোনাল্ডোরা। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসের। সংযুক্তি সময়ে জোড়া গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে যায় সৌদির ক্লাবটি। তবে আল নাসেরের হয়ে এদিন শত চেষ্টাতেও গোল পাননি রোনাল্ডো (Cristiano Ronaldo)। জোড়া গোল করে দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা নিলেন তালিসকা। দারুণ প্রত্যাবর্তন করে জয়ের পর রোনাল্ডো টুইটারে লিখলেন, “কখনও হাল ছেড়ো না।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের প্রথম ১১ মিনিটে হেডে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন তালিসকা। ১৮ মিনিটের মধ্যে সমতা ফেরায় শাবাব আল আহলি। বিরতির পরই বিপক্ষের আরও এক গোলে ১-২ পিছিয়ে যায় আল নাসের। বারবার সমতা ফেরানোর চেষ্টা বিফলে যাচ্ছিল। ৮৮ মিনিটে সুলতান আল ঘানাম আল নাসেরকে সমতায় ফেরান। সংযুক্তি সময়ে আবারও হেডে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন তালিসকা। চতুর্থ তথা শেষ গোলটি ব্রজোভিচের। ৪-২ ব্যবধানে আমিরশাহির ক্লাবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পা রাখল আল নাসের।
Difficult game, but Important win to qualify for the Asian champions league! Always believe to the end! Never give up!💪🏼@AlNassrFC @AlNassrFC 💛💙 pic.twitter.com/ibvDxoyvWm
— Cristiano Ronaldo (@Cristiano) August 22, 2023
ম্যাচের খান দুয়েক ছবি টুইট করে রোনাল্ডো লিখেছেন, “কঠিন ম্যাচ ছিল। তবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করেছি এই গুরুত্বপূর্ণ জয়ে। সবসময় শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত দেখা উচিত। কখনও হাল ছাড়তে নেই।”